আইফোনে দেখা যেতে পারে তিন ক্যামেরা
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
চলতি বছরের শেষ দিকে নতুন তিনটি আইফোন আনার পরিকল্পনা করছে অ্যাপল। এর মধ্যে একটির পেছনে দেখা যেতে পারে তিন ক্যামেরা, এমনটাই বলা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে।
আগের বছরের আইফোন ঢআর-এর নতুন আরেকটি সংস্করণ দেখা যেতে পারে এ বছর। এই সংস্করণে রাখা হতে পারে এলসিডি পর্দা। এ ছাড়াও অন্য আরও দুইটি আইফোন আনার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
২০১৯ সালের হাই-এন্ড মডেলটির পেছনে রাখা হতে পারে তিনটি ক্যামেরা সেন্সর। সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে তিনটি বা চারটি ক্যামেরা লেন্স দেখা গেছে। ধারণা করা হচ্ছে এবার সে পথে হাঁটবে অ্যাপলও।
ইতোমধ্যে পেছনে তিন ক্যামেরাসহ একটি আইফোনের ছবিও ফাঁস হয়েছে। পেছনে বাড়তি একটি সেন্সর দিয়ে কী কাজ করা হবে তা অবশ্য স্পষ্টভাবে বলা হয়নি।
২০২০ সালের সব আইফোন মডেলে ওলেড পর্দা আনার কথা ভাবছে অ্যাপল। এর ফলে সামনের বছর আইফোনের বাজার মূল্য আরও বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।