January 7, 2025, 5:18 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

আইফোনে ৫জি মডেম চিপ সরবরাহের তোড়জোড় শুরু

আইফোনে ৫জি মডেম চিপ সরবরাহের তোড়জোড় শুরু

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

২০১৯ সালের আইফোনে ৫জি মডেম চিপ সরবরাহের জন্য স্যামসাং ও মিডিয়া টেক-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে অ্যাপল, শুক্রবার কোয়ালকমের বিরুদ্ধে মার্কিন ফেডারেল কমিশনের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় একথা বলেন অ্যাপলের এক নির্বাহী।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত এ ধরনের চিপের জন্য কোয়ালকমের ওপর নির্ভরশীল ছিল অ্যাপল। আইফোনকে ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত করে এই চিপ। ২০১৬ সালে ইনটেল ও কোয়ালকমের মধ্যে এই চিপ সরবরাহ ব্যবসা ভাগ করে দেয় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে কোয়ালকমকে বাদ দিয়ে নতুন আইফোনের সব চিপ ইনটেলের কাছ থেকে নেয় অ্যাপল।

শুক্রবার অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টনি ব্লেভিনস বলেন, স্মার্টফোন বাজারে তাদের বড় প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও মিডিয়া টেক-এর কাছ থেকেও ৫জি চিপ আনার কথা ভাবছে অ্যাপল। চলতি বছরই ৫জি নেটওয়ার্ক চালুর সম্ভাবনা রয়েছে এবং বর্তমান ৪জি নেটওয়ার্ক থেকে অনেক দ্রুতগতি পাওয়া যাবে এতে– খবর রয়টার্সের।

অন্যদিকে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)-এর পক্ষ থেকে কোয়ালকমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, প্রিমিয়াম মডেম চিপ বাজারে শীর্ষস্থান ধরে রাখতে প্রতিদ্বন্দ্বীতাবিমুখ পেটেন্ট লাইসেন্স করিয়েছে চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার স্যান হোসে আদালতে ব্লেভিনস বলেন, মডেম চিপের জন্য অনেক আগে থেকেই একের অধিক সরবরাহকারীর সঙ্গে চুক্তি করার কথা ভাবছে অ্যাপল, কিন্তু পরবর্তীতে শুধু কোয়ালকমের সঙ্গে এই চুক্তি করা হয়েছে- কারণ তারা পেটেন্ট লাইসেন্স খরচ অনেক কম নেয়।

২০১৩ সালের শেষ দিকে কোয়ালকমের সঙ্গে দর কষাকষি অ্যাপলের প্রত্যাশা মতো না হওয়ায় দ্বিতীয় আরেকটি মডেম সরবরাহকারী প্রতিষ্ঠান খুঁজে পেতে ‘প্রজেক্ট অ্যান্টিক’ নামের প্রকল্প চালু করে অ্যাপল।

২০১৬ এবং ২০১৭ সালে কিছু আইফোনে ইনটেলের মডেম ব্যবহার করা শুরুও করে অ্যাপল। পাশাপাশি তখন কোয়ালকমের চিপ ব্যবহারও চালিয়ে যাওয়া হয়।

৫জি মডেম কেনার ক্ষেত্রে অ্যাপল কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কি-না বা ২০১৯ সালে ৫জি আইফোন আনা হবে কি-না আদালতে তা নিশ্চিত করে বলেননি ব্লেভিনস।

এর আগে এক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের আগে এমন আইফোন উন্মোচন করা হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর