April 30, 2025, 6:03 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন: যুক্তরাজ্য প্রবাসী কামালের প্রতারনার শিকার বাগবাড়ী এলাকার বাসিন্দা হাছনা বেগম যশোরের শার্শা উপজেলায় ইরিধান কাটা শুরু হয়েছে। ব্যস্ততা সময় পার করচ্ছে কৃষকরা মৌলভীবাজারে ডাকিাতি মামলায় তিন আসামী গ্রেফতার

নতুন লুকে সানী-মৌসুমী

নতুন লুকে সানী-মৌসুমী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এর আগেও বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ভিন্নরূপে হাজির হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ ওমর সানী ও মৌসুমী। এবার আবারো নতুন লুকে হাজির হলেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্টুডিওতে চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমীকে মেরুন রঙের শাড়িতে এবং সঙ্গে অভিনেতা ওমর সানীকে সোনালি রঙের শেরওয়ানিতে দেখা গেল। এ প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী গতকাল বলেন, প্রেম’স কালেকশনের একটি ফটো সেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে।

মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়। ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার। এদিকে, ওমর সানী ও মৌসুমী একসঙ্গে কিছুদিন আগে ‘আমি নেতা হব’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এ ছবিতে আরো অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা হবে। অভিনয়ের বাইরে জনপ্রিয় এই দম্পত্তি জুটি সন্ধ্যার পর রাজধানীর উত্তরার একটি রেস্তরাঁয় সময় কাটাতে পছন্দ করেন। উত্তরার সাত নম্বর সেক্টরে অবস্থিত মৌসুমী-সানীর ছেলে ফারদিনের পরিকল্পনায় করা এ রেস্তরাঁর নাম ‘মেরি মন্টানা’। উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী জুটির প্রথম ছবি ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।

Share Button

     এ জাতীয় আরো খবর