February 10, 2025, 3:12 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

এবার শেষ হবে

এবার শেষ হবে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম গত বছর শুরু করেন ‘দাগ’ ছবির কাজ। তারেক শিকদার পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। আগামি ২৫শে নভেম্বর সিলেটে শুরু হবে  ছবিটির শেষাংশের শুটিং। বাপ্পি ও মিমের একটি গানের অংশ এবং একটি অ্যাকশন দৃশ্য বাকি আছে, যা আগামি মাসে শেষ হবে। এর আগে বৃষ্টির জন্য দু’বার সিলেট থেকে শুটিং না করেই ফিরে আসতে হয় পুরো ইউনিটকে। মিম বলেন, অনেক দিন ধরেই নানা ঝামেলার কারণে ছবির কাজটি শেষ হয়েও হচ্ছে না।

তবে এবার তা শেষ হবে। আসছে ২৫শে নভেম্বর ছবির শেষ অংশের কাজটি শেষ করব। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। ছবির পরিচালক তারেক শিকদার বলেন, গল্পের কারণে সিলেটে এ ছবির কাজ হচ্ছে। আমরা এর আগে দু’বার শুটিং না করেই সিলেট থেকে ফেরত এসেছি। সিলেটে এমনিতেই বৃষ্টি একটু বেশি হয়। আমরা যখনই শুটিংয়ের জন্য সেখানে যাই, তখনই বৃষ্টির জন্য ঝামেলায় পড়ি। এবার ছবির কাজটি শেষ করার ইচ্ছে রয়েছে। কামাল আহমেদের গল্প থেকে ‘দাগ’ ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান। ‘দাগ’-এ মিমের চরিত্রের নাম সোহানা, যিনি একজন চিত্রশিল্পী। ছবিতে বাপ্পি ও

মিমের পাশাপাশি আরো অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। সবশেষ বিদ্যা সিনহা মিম উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবিতে কাজ করেন। এ ছবিতে তার নায়ক শাকিব খান। এ ছাড়া মিম অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি সবশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেন বাপ্পি। অন্যদিকে এ নায়িকার হাতে আরো রয়েছে সৈকত নাসিরের পরিচালনায় ছবি ‘পাষাণ’। জানা যায়, শুটিং ও সম্পাদনার পাশাপাশি এ ছবির সকল কাজ শেষ হয়েছে। ছবিটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ওম।

Share Button

     এ জাতীয় আরো খবর