ডিটেকটিভ বিনোদন ডেস্ক
বেবি ডল, লায়লা হয়ে সানি লিওন এবার বার্বি গার্ল। রাজিব ওয়ালিয়া নির্দেশিত ‘তেরা ইন্তেজার’ ছবিতে ‘বার্বি গার্ল’ শিরোনামের গানে নেচেছেন সানি।
পিঙ্ক ঘাঘরায় লাস্য ছড়িয়ে দিচ্ছেন শাহরুখ খানের লায়লা। তবে রিপোর্ট বলছে এই ভিডিওতে সেভাবে হট লাগেনি সানিকে। লাস্যের জাদুতে দুনিয়া কাঁপানো সানি নাকি হট হয়ে উঠতে পারেননি। আসলে তেরা ইন্তেজার ছবির এই গানে সানির সঙ্গে ডান্স ফ্লোরে এসেছেন আরবাজ খান। আসলে এতেই চটেছেন সানি ফ্যানরা তাঁদের মতে আরবাজের উপস্থিতিতেই পুরো ব্যাপরটা আর অতটা আকর্ষণীয় থাকেনি।
স্বাতী শর্মা এবং লিল গোলুর গান গেয়েছেন এই ভিডিওতে। তবে যেভাবে সানি উত্তাপ ছড়িয়ে থাকেন এই গানে নাকি তার দেখা মেলেনি। বেবি গার্ল, লায়লা তো দূরের কথা নিদেনপক্ষে ইমরান হাশমির সঙ্গে বাদশাহোতে পিয়া মোরে গানে যেভাবে দেখা গিয়েছিল সানিকে, আরবাজের সঙ্গে অন স্ক্রিন কেমিস্ট্রিতে তার ছিটেফোঁটাও আনতে পারেননি তিনি। তবে এটা সানির আইটেম নাম্বার নয়, এই ছবিতে আরবাজের বিপরীতে অভিনয় করেছেন লাস্যময়ী।