January 15, 2025, 1:39 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নতুন সিদ্ধান্তে সালমা

নতুন সিদ্ধান্তে সালমা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এরইমধ্যে নতুন কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি একটি সিনেমাতেও প্লেব্যাক করেছেন। ক্লোজআপ তারকা মুহিনের সুরে সম্প্রতি একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি আসছে সপ্তাহে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে। এছাড়াও ‘আওলা প্রেম’ শিরোনামে তার একটি মিউজিক ভিডিও প্রকাশ হবে শিগগিরই।

এর বাইরে ‘দাগা’ এবং ‘বন্ধু বিহনে’ শিরোনামের দুটি গানের ভিডিও প্রকাশ হবে নির্দিষ্ট সময় পর পর। এদিকে সালমা সম্প্রতি একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। ছবির নাম ‘ঠোকর’। ছবিটি পরিচালনা করছেন মাজহার বাবু। লিমন আহমেদের কথায় গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সব মিলিয়ে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সালমা। পাশাপাশি শো নিয়েও ব্যস্ত এ শিল্পী। এর বাইরে আসছে জানুয়ারিতে সালমা যাবেন লন্ডন সফরে। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে শোতে অংশ নেবেন তিনি। এ বিষয়ে সালমা বলেন, বর্তমানে বেশ কিছু অডিও এবং ভিডিও গান নিয়ে ব্যস্ত রয়েছি। এসবের মধ্যে ভিন্নধর্মী কিছু গান হয়েছে। আর প্রথমবার ‘ঠোকর’ ছবিতে আইটেম গান গাইলাম। আমার বিশ্বাস গানগুলো সবার ভালো লাগবে। নতুন বছরের জানুয়ারিতেই লন্ডন যাচ্ছি। সেখানে বেশ কয়েকটি শোতে পারফর্ম করবো। এদিকে সালমা সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেটি হচ্ছে একক অ্যালবাম আর করবেন না। এখন থেকে সিঙ্গেল গানই প্রকাশ করবেন ভিডিওসহ। এ বিষয়ে তিনি বলেন, আসলে একটি অ্যালবাম ১০টি গান দিয়ে করে লাভ হয় না। মানে সব গানের প্রচারণা করা যায় না। শ্রোতাদের পর্যন্ত পৌঁছেও না। তাই একটি করে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এভাবেই সব গান করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর