একাত্তরের পরাজিত শক্তি এখন জঙ্গিবাদ ও নাশকতা চালাচ্ছে: সংস্কৃতিমন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু হত্যার পর এখন জঙ্গিবাদ ও নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল শনিবার জয়পুরহাটে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে একাত্তরের পরাজিত শক্তিই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বিভিন্ন নামে বেনামে জঙ্গিবাদী নাশকতায় লিপ্ত রয়েছে। তারা এ দেশের হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করে দেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করতে চায়। এই অরাজকতা থেকে সন্তানদের সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, যারা জঙ্গিবাদের মতো হিংসাত্মক কাজ করে, সংস্কৃতিকর্মীরা তাদেরকে এইসব কাজ থেকে বিরত করতে পারে। ভুল পথে যাওয়া ছেলে–মেয়েদের ঠেকানোর একটিই মাধ্যম হচ্ছে সংস্কৃতি। পাচঁবিবি স্টেডিয়ামে তিন দিনব্যাপী ‘উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘ধরিত্রী বাংলাদেশ’। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শামছুল আলম দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, শেখ মুজিবর রহমান জাদুঘরের কিউরেটর এনআই খান, সাংস্কৃতিক সংগঠন ধরিত্রী বাংলাদেশের সম্পাদক হারুন–অর–রশীদ, জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আমিনুল হক বাবুল ও সদস্য সচিব মেয়র হাবিবুর রহমান হাবিব। আয়োজকরা জানান, উৎসবে উত্তবঙ্গের ১৬টি জেলার দুই শতাধিক সাংস্কৃতিককর্মী অংশগ্রহণ করবেন। উৎসবে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, ভাটিয়ালী, বাউল গান, লালনগীতি, কবিগান, পুঁথিপাঠ, আদিবাসী নৃত্য ও নাটক অনুষ্ঠিত হবে। এছাড়া ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সাংস্কৃতি’ শীর্ষক আলোচনায় দেশ বরেণ্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।