September 14, 2024, 3:29 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে অটো রিকশা চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত ০৩টি অটো-রিকশা উদ্ধার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ০৬:০০ ঘটিকা হইতে ২০:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩টি চোরাইকৃত অটো রিকশা উদ্ধার পূর্বক অটো রিকশা চোর চক্রের ০৫ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। খালেছ মাহামুদ ঈমান (২৪), পিতা- মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাং- চুঁনকুটিয়া, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ মাছুম (২৯), পিতা- মৃত রশিদ, সাং-গেড়াখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ মিলন হোসেন (৪২), পিতা- বিল্লাল হোসেন, সাং-কদমতলী নয়া পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ সাগর দেওয়ান (৩৮), পিতা- মৃত ফারুক দেওয়ান, সাং-গরিবপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি- কদমতলী ভূঁইয়া ও ৫। মোঃ মিজান (২৪), পিতা- মোঃ রফিক হওলাদার, সাং-গেড়াখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি চোরাইকৃত অটো-রিকশা, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ১৮,২০০/- (আঠারো হাজার দুইশত) টাকা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত অটো রিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত অটো রিকশা চুরি করে ৫০,০০০-৬০,০০০/- হাজার টাকার বিনিময়ে বিক্রয় করতো বলে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর