September 28, 2024, 4:12 pm

সংবাদ শিরোনাম
মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান বৈষম্যের পদভারে পিষ্ঠ নাটোরের প্রাণ এ্যাগ্রো এবং পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষনা সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক, পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় রশি পেচিয়ে বৃদ্ধ মহিলার আত্মহত্যা ময়মনসিংহে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৪ চিলমারীতে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করেছে র‌্যাব বাগআঁচড়া-নাভারণ সড়কের বেহাল দশা,দেখার কি কেউ নেই?

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে অটো রিকশা চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত ০৩টি অটো-রিকশা উদ্ধার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ০৬:০০ ঘটিকা হইতে ২০:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩টি চোরাইকৃত অটো রিকশা উদ্ধার পূর্বক অটো রিকশা চোর চক্রের ০৫ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। খালেছ মাহামুদ ঈমান (২৪), পিতা- মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাং- চুঁনকুটিয়া, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ মাছুম (২৯), পিতা- মৃত রশিদ, সাং-গেড়াখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ মিলন হোসেন (৪২), পিতা- বিল্লাল হোসেন, সাং-কদমতলী নয়া পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ সাগর দেওয়ান (৩৮), পিতা- মৃত ফারুক দেওয়ান, সাং-গরিবপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি- কদমতলী ভূঁইয়া ও ৫। মোঃ মিজান (২৪), পিতা- মোঃ রফিক হওলাদার, সাং-গেড়াখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি চোরাইকৃত অটো-রিকশা, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ১৮,২০০/- (আঠারো হাজার দুইশত) টাকা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত অটো রিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত অটো রিকশা চুরি করে ৫০,০০০-৬০,০০০/- হাজার টাকার বিনিময়ে বিক্রয় করতো বলে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর