January 15, 2025, 2:13 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

–র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর বংশাল ও কোতয়ালী এলাকা হতে ০৬ জন ছিনতাইকারী গ্রেফতার।

ডেস্ক নিউজ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকা হইতে ১৪:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানাধীন নয়াবাজার ফুটওভার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফিরোজ খাঁন (২৬), পিতা-মৃত জালাল উদ্দিন, বর্তমান ঠিকানা-গোলামবাজার, ব্রীজেরপাড়, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা (ভাসমান), ২। মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা-মোঃ সেন্টু সরকার, বর্তমান ঠিকানা-চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান) ও ৩। মোঃ মোবারক হোসেন (২৮), পিতা-মোঃ খোকন শিকদার, বর্তমান ঠিাকানা-চড়াইল ক্লাব, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ০১টি ছুরি, ০১টি বেøডযুক্ত ক্ষুর ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই তারিখ বিকাল ১৭:০৫ ঘটিকা হইতে ১৮:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন নয়াবাজার নবাব ইউসুফ রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রাসেল (৩২), পিতা-মৃত সোহেল মিয়া, সাং-ইকরকান্দি পূর্বপাড়া, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, বর্তমান ঠিকানা- থানা-লালবাগ, ঢাকা, ২। মোঃ আমিনুর মিয়া (৩৭), পিতা-মৃত আলী মিয়া, সাং-বাগডাসা লেন, থানা-বংশাল, ঢাকা, ও ৩। মোঃ মহিনউদ্দিন (৩২), পিতা-মৃত ছালেহ উদ্দিন, সাং-খাগড়াছড়ি, থানা-সদর, জেলা-খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা-চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় ভাসমান, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ফোল্ডিং চাকু, ০২টি ছুরি, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানী ঢাকার বংশাল ও কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ছিনতাই মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর