June 22, 2024, 2:29 am

সংবাদ শিরোনাম
সিসিটিভির আওতায় উলিপুরঃ সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় পুলিশের এই প্রচেষ্টা সরিষাবাড়ীতে ৪ হাজার ব্যক্তির মাঝে এমপির চাল বিতরণ চিলমারীতে পৈ‌ত্রিক সম্প‌তি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে প্রায় ১৪ বছরের পুরোনো কবর ভেঙে ফেলার অভিযোগ গাজীপুর কালিয়াকৈর চান্দ্রায় ঈদ যাত্রার যাত্রীদের দুর্ভোগ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বোতলনোজ প্রজাতির মৃত ডলফিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার গান কমান্ডার গ্রেফতার ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর “ক্লুলেস ডাকাতি” ঘটনার মূলহোতা দুর্ধর্ষ ডাকাত সর্দার রবিজুল শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রংপুরের পীরগঞ্জে ইয়াবা, জুয়ারী,ও ওয়ারেন্টের আসামী সহ ৮জনকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা জৈন্তাপুরে চিকনাগুল বাজারে অবৈধ পশুর হাট, সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব

মৌলভীবাজারে দুর্গা প্রতিমার এক হাজার হাত

মৌলভীবাজারে দুর্গা প্রতিমার এক হাজার হাত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মৌলভীবাজারে এক হাজার হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। রাজনগর উপজেলার সৈয়ারপুর এলাকার ত্রিনয়ণী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ ব্যতিক্রমী এ আয়োজন করেছে। পরিষদের সাধারণ সম্পদক স্বপন চন্দ্র পাল বলেন, অশুভ শক্তির বিনাশের জন্য দেবী দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। এবার দেবীর শক্তিকে এক হাজার হাতে তুলে ধরা হয়েছে। পরিষদের সভাপতি শ্রীকান্ত সূত্রধর বলেন, প্রতিবছরই ত্রিনয়ণী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ ব্যাতিক্রমী কিছু তৈরির চেষ্টা করে। তাই এ বছর এক হাজার হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়। তারাই প্রথম সহ¯্র হাতের প্রতিমা তৈরি করেছেন। তিন মাস ধরে ১৫ জন ভাষ্কর এ প্রতিমা তৈরির কাজ করেছেন বলে বলে শ্রীকান্ত জানান। ভাষ্কর টাঙ্কু পাল বলেন, এক হাজার হাতের প্রতিমাটির উচ্চতা ৩৫ ফুট। এ ছাড়া পুরাণের বিভিন্ন কাহিনি অনুসারে এ ম-পে আরও একশটি প্রতিমা তৈরি করা হয়েছে। সদর উপজেলা ছাড়াও রাজনগর উপজেলার পাঁচগাও, কুলাউড়ার শিববাড়িসহ জেলার বিভিন্ন ম-পে দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। পাশাপাশি ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি আর দুর্গার আগমনী বার্তার আনন্দ। শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হরিপদ রায় বলেন, এ বছর জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় সহ¯্রাধিক ম-পে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা ঘিরে জেলার হিন্দু ধর্মালম্বীদের মধ্যে বইছে আনন্দ ধারা। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নির্বিঘœ করতে ও নাশকতা এড়াতে ম-পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর