October 6, 2024, 3:34 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন ক্ষমতা! নাকি আড়ালে ছিলো ভিন্ন কোনো উদ্দেশ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার?

মৌলভীবাজারে দুর্গা প্রতিমার এক হাজার হাত

মৌলভীবাজারে দুর্গা প্রতিমার এক হাজার হাত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মৌলভীবাজারে এক হাজার হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। রাজনগর উপজেলার সৈয়ারপুর এলাকার ত্রিনয়ণী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ ব্যতিক্রমী এ আয়োজন করেছে। পরিষদের সাধারণ সম্পদক স্বপন চন্দ্র পাল বলেন, অশুভ শক্তির বিনাশের জন্য দেবী দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। এবার দেবীর শক্তিকে এক হাজার হাতে তুলে ধরা হয়েছে। পরিষদের সভাপতি শ্রীকান্ত সূত্রধর বলেন, প্রতিবছরই ত্রিনয়ণী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ ব্যাতিক্রমী কিছু তৈরির চেষ্টা করে। তাই এ বছর এক হাজার হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়। তারাই প্রথম সহ¯্র হাতের প্রতিমা তৈরি করেছেন। তিন মাস ধরে ১৫ জন ভাষ্কর এ প্রতিমা তৈরির কাজ করেছেন বলে বলে শ্রীকান্ত জানান। ভাষ্কর টাঙ্কু পাল বলেন, এক হাজার হাতের প্রতিমাটির উচ্চতা ৩৫ ফুট। এ ছাড়া পুরাণের বিভিন্ন কাহিনি অনুসারে এ ম-পে আরও একশটি প্রতিমা তৈরি করা হয়েছে। সদর উপজেলা ছাড়াও রাজনগর উপজেলার পাঁচগাও, কুলাউড়ার শিববাড়িসহ জেলার বিভিন্ন ম-পে দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। পাশাপাশি ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি আর দুর্গার আগমনী বার্তার আনন্দ। শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হরিপদ রায় বলেন, এ বছর জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় সহ¯্রাধিক ম-পে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা ঘিরে জেলার হিন্দু ধর্মালম্বীদের মধ্যে বইছে আনন্দ ধারা। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নির্বিঘœ করতে ও নাশকতা এড়াতে ম-পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর