June 17, 2025, 9:59 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

মৌলভীবাজারে দুর্গা প্রতিমার এক হাজার হাত

মৌলভীবাজারে দুর্গা প্রতিমার এক হাজার হাত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মৌলভীবাজারে এক হাজার হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। রাজনগর উপজেলার সৈয়ারপুর এলাকার ত্রিনয়ণী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ ব্যতিক্রমী এ আয়োজন করেছে। পরিষদের সাধারণ সম্পদক স্বপন চন্দ্র পাল বলেন, অশুভ শক্তির বিনাশের জন্য দেবী দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। এবার দেবীর শক্তিকে এক হাজার হাতে তুলে ধরা হয়েছে। পরিষদের সভাপতি শ্রীকান্ত সূত্রধর বলেন, প্রতিবছরই ত্রিনয়ণী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ ব্যাতিক্রমী কিছু তৈরির চেষ্টা করে। তাই এ বছর এক হাজার হাতের দুর্গা প্রতিমা তৈরি করা হয়। তারাই প্রথম সহ¯্র হাতের প্রতিমা তৈরি করেছেন। তিন মাস ধরে ১৫ জন ভাষ্কর এ প্রতিমা তৈরির কাজ করেছেন বলে বলে শ্রীকান্ত জানান। ভাষ্কর টাঙ্কু পাল বলেন, এক হাজার হাতের প্রতিমাটির উচ্চতা ৩৫ ফুট। এ ছাড়া পুরাণের বিভিন্ন কাহিনি অনুসারে এ ম-পে আরও একশটি প্রতিমা তৈরি করা হয়েছে। সদর উপজেলা ছাড়াও রাজনগর উপজেলার পাঁচগাও, কুলাউড়ার শিববাড়িসহ জেলার বিভিন্ন ম-পে দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। পাশাপাশি ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি আর দুর্গার আগমনী বার্তার আনন্দ। শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হরিপদ রায় বলেন, এ বছর জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় সহ¯্রাধিক ম-পে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা ঘিরে জেলার হিন্দু ধর্মালম্বীদের মধ্যে বইছে আনন্দ ধারা। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নির্বিঘœ করতে ও নাশকতা এড়াতে ম-পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর