September 18, 2024, 6:26 am

সংবাদ শিরোনাম

চাকরি দেয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করলেন প্রধান শিক্ষক

 

মো. মোরসালিন ইসলাম
ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী শিবনগর ইউনিয়নের রাজারামপুর সরফউদ্দিন ( এস. ইউ) উচ্চ বিদ্যালয়ে চাকরির প্রলোভেন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানববন্ধন করে ভুক্তভোগীরা।

একজন প্রধান শিক্ষকের এমন প্রতারণার ঘটনা জানাজানি হলে পুরো এলাকা জুড়ে ব্যাপক তোরপাড় শুরু হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ রাজ রামপুর সরফউদ্দিন ( এস. ইউ) উচ্চ বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে ১২ জনের কাছ থেকে কোটি টাকা নিয়েছেন আব্দুর রাজ্জাক। কিন্তু তাদের কারো চাকরি হয়নি। এখন ঐ টাকা ফেরত দিতে গড়িমসি করছেন তিনি। ভুক্তভোগীরা বিদ্যালেয় ভিতরে মানববন্ধন করলে। সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন স্কুল কমিটির দায়িত্বে থাকা স’প’তি কিছু হলুদ ও অপসংবাদিক ম্যানেজ হয়। ভুক্তভোগীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর