পর্দায় ১৭ বছর পর অনিল কাপুর-মাধুরী
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা জুটি। অনেক দর্শকপ্রিয় ছবি তারা একসঙ্গে উপহার দিয়েছেন। তাদের রসায়ন ঝড় তুলেছে দর্শকদের হৃদয়ে। বিশেষ করে ‘তেজাব’ এবং ‘রাম লক্ষ্মণ’ ছবিতে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের জুটি পর্দা কাঁপিয়েছিল। এরপর সর্বশেষ ২০০০ সালে তারা অভিনয় করেন ‘পুকার’ ছবিতে।
এ ছবিটিও ভালো ব্যবসা সফলতা পেয়েছিল। নতুন খবর হলো এবার অন্যতম সফল এ জুটি ফের একসঙ্গে আসছেন বড় পর্দায়। ১৭ বছর পর দর্শক তাদের একসঙ্গে দেখতে পাবেন। পরিচালক ইন্দ্রকুমার ‘ধামাল’ ছবির তৃতীয় সিক্যুয়াল নির্মাণ করছেন। আর এ ছবির নাম রাখা হয়েছে ‘টোটাল ধামাল’। ছবিতে বরাবরের মতো থাকছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি প্রমুখ। আর অনিল-মাধুরী জুটিকেও দেখা যাবে অন্যতম প্রধান দুটি চরিত্রে। পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের জুটি মানেই অন্যরকম কিছু। এটা দর্শকদের জানা। এবারও তাই হচ্ছে। ১৭ বছর পর তারা একসঙ্গে ‘টোটাল ধামাল’ ছবিতে কাজ করতে যাচ্ছেন। সত্যি সত্যি খুব ‘ধামাল’ কিছু হবে এবার।