September 17, 2024, 5:27 pm

সংবাদ শিরোনাম

পর্দায় ১৭ বছর পর অনিল কাপুর-মাধুরী

পর্দায় ১৭ বছর পর অনিল কাপুর-মাধুরী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা জুটি। অনেক দর্শকপ্রিয় ছবি তারা একসঙ্গে উপহার দিয়েছেন। তাদের রসায়ন ঝড় তুলেছে দর্শকদের হৃদয়ে। বিশেষ করে ‘তেজাব’ এবং ‘রাম লক্ষ্মণ’ ছবিতে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের জুটি পর্দা কাঁপিয়েছিল। এরপর সর্বশেষ ২০০০ সালে তারা অভিনয় করেন ‘পুকার’ ছবিতে।

এ ছবিটিও ভালো ব্যবসা সফলতা পেয়েছিল। নতুন খবর হলো এবার অন্যতম সফল এ জুটি ফের একসঙ্গে আসছেন বড় পর্দায়। ১৭ বছর পর দর্শক তাদের একসঙ্গে দেখতে পাবেন। পরিচালক ইন্দ্রকুমার ‘ধামাল’ ছবির তৃতীয় সিক্যুয়াল নির্মাণ করছেন। আর এ ছবির নাম রাখা হয়েছে ‘টোটাল ধামাল’। ছবিতে বরাবরের মতো থাকছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি প্রমুখ। আর অনিল-মাধুরী জুটিকেও দেখা যাবে অন্যতম প্রধান দুটি চরিত্রে। পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের জুটি মানেই অন্যরকম কিছু। এটা দর্শকদের জানা। এবারও তাই হচ্ছে। ১৭ বছর পর তারা একসঙ্গে ‘টোটাল ধামাল’ ছবিতে কাজ করতে যাচ্ছেন। সত্যি সত্যি খুব ‘ধামাল’ কিছু হবে এবার।

Share Button

     এ জাতীয় আরো খবর