February 15, 2025, 9:03 am

সংবাদ শিরোনাম
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেক মামলায় আসামি ৪৭৭ জন বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

জিদান লাল কার্ডে হতাশ

জিদান লাল কার্ডে হতাশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ কাপে ফুয়েনলাব্রাদার বিপক্ষে রিয়াল জয় পেলেও অভিষিক্ত হেসুস ভাইয়েহোর লালকার্ডে হতাশা প্রকাশ করেছেন কোচ জিনেদিন জিদান।

বুধবার রাতে প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি পেয়ে ২-০ গোলের জিতে রিয়াল।

৬৩তম মিনিটে পেনাল্টি থেকে অতিথিদের আসেনসিও এগিয়ে নেওয়ার পর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।

তৃতীয় সারির দলটির বিপক্ষে একটি পরীক্ষামূলক দল সাজিয়েছিলেন জিদান যাতে  অভিষেকের সুযোগ মেলে ভাইয়েহোর। কিন্তু ম্যাচের শেষ দিকে স্বাগতিক দলের অধিনায়ক লুইস মিয়াকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়া হন স্পেনের এই সেন্টার-ব্যাক।

এতে হতাশ জিদান, “আমি খুশি হতে পারছি না- এই লাল কার্ডে সেও খুশি না। তবে  সে ম্যাচটিতে কত ভালো খেলেছে সেটা নিয়েই আমি থাকব। এজন্য আমি খুশি।”

দলীয় পারফরম্যান্সের প্রশংসা করেছেন রিয়াল কোচ।

“আমাদের ধৈর্য ছিল। আমরা দুটি গোল করেছি এবং কোনো গোল হজম করিনি। খেলোয়াড়দের সবাই দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ফলে আমরা সবাই সন্তুষ্ট।”

গত রোববার এইবারের বিপক্ষে ৩-০ গোলে জেতা রিয়ালের একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন জিদান। ফুয়েনলাব্রাদার বিপক্ষে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো, সের্হিও রামোস ও লুকা মদ্রিচের মতো তারকা খেলোয়াড়রা।

এতে শুধু ভাইয়েহোই নন, রিয়াল দলে জায়গা হয়েছে আরও অনেকের। খেলার সুযোগ পেয়ে আনন্দিত স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে।

“তিনি (জিদান) আমাদের সুযোগগুলো দেন। আজ আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি।”

রিয়াল তাদের পরের ম্যাচে রোববার লা লিগায় জিরোনার মাঠে খেলতে যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর