January 8, 2025, 12:34 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

জিদান লাল কার্ডে হতাশ

জিদান লাল কার্ডে হতাশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ কাপে ফুয়েনলাব্রাদার বিপক্ষে রিয়াল জয় পেলেও অভিষিক্ত হেসুস ভাইয়েহোর লালকার্ডে হতাশা প্রকাশ করেছেন কোচ জিনেদিন জিদান।

বুধবার রাতে প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি পেয়ে ২-০ গোলের জিতে রিয়াল।

৬৩তম মিনিটে পেনাল্টি থেকে অতিথিদের আসেনসিও এগিয়ে নেওয়ার পর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।

তৃতীয় সারির দলটির বিপক্ষে একটি পরীক্ষামূলক দল সাজিয়েছিলেন জিদান যাতে  অভিষেকের সুযোগ মেলে ভাইয়েহোর। কিন্তু ম্যাচের শেষ দিকে স্বাগতিক দলের অধিনায়ক লুইস মিয়াকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়া হন স্পেনের এই সেন্টার-ব্যাক।

এতে হতাশ জিদান, “আমি খুশি হতে পারছি না- এই লাল কার্ডে সেও খুশি না। তবে  সে ম্যাচটিতে কত ভালো খেলেছে সেটা নিয়েই আমি থাকব। এজন্য আমি খুশি।”

দলীয় পারফরম্যান্সের প্রশংসা করেছেন রিয়াল কোচ।

“আমাদের ধৈর্য ছিল। আমরা দুটি গোল করেছি এবং কোনো গোল হজম করিনি। খেলোয়াড়দের সবাই দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ফলে আমরা সবাই সন্তুষ্ট।”

গত রোববার এইবারের বিপক্ষে ৩-০ গোলে জেতা রিয়ালের একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন জিদান। ফুয়েনলাব্রাদার বিপক্ষে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো, সের্হিও রামোস ও লুকা মদ্রিচের মতো তারকা খেলোয়াড়রা।

এতে শুধু ভাইয়েহোই নন, রিয়াল দলে জায়গা হয়েছে আরও অনেকের। খেলার সুযোগ পেয়ে আনন্দিত স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে।

“তিনি (জিদান) আমাদের সুযোগগুলো দেন। আজ আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি।”

রিয়াল তাদের পরের ম্যাচে রোববার লা লিগায় জিরোনার মাঠে খেলতে যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর