June 12, 2025, 5:57 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

উচ্ছেদের পর গাজীপুরে আবারও বসছে জুয়ার আসর

উচ্ছেদের পর গাজীপুরে আবারও বসছে জুয়ার আসর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জেলা প্রশাসন একাধিকবার গুঁড়িয়ে দেওয়ার পর সম্প্রতি আবারও গাজীপুরে জুয়ার আসর বসানো হচ্ছে। সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশ পথের পাশে নতুন করে এই আসরটি বসাচ্ছেন ওই এলাকার শফিকুল ইসলাম শফি নামে এক ব্যক্তি। শফির দাবি, আদালত থেকে অনুমতি নিয়ে এলাকায় ওয়ান টেনসহ কয়েকটি খেলা চালু করেছি। এর জন্য শিল্প মন্ত্রণালয় থেকেও লাইসেন্স নিয়েছি। সরকারকে ট্যাক্স দিচ্ছি। তবে অনুমতিপত্র ও লাইসেন্স তিনি দেখাতে পারেননি। এনডিসি বি এম কুদরত ই খুদা বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুয়ায়ী আবদ্ধ পরিবেশে সীমিত পর্যায়ে কিছু ইনডোর খেলার অনুমতি থাকলেও বাঘের বাজার এলাকায় উন্মুক্ত পরিবেশে নিষিদ্ধ জুয়ার আসর চালানো হচ্ছে, যা ওই নির্দেশনার পরিপন্থী। গত সোমবার ওই এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে জুয়ারিদের ভিড় জমাতে দেখা গেছে। স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, আসর বসানোর জন্য এলাকায় মাইকিংও করেছেন আয়োজকরা। জুয়ার ফাঁদে পড়ে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। চুরি ছিনতাই বেড়ে গেছে। এ ছাড়া আসরটি সাফারি পার্কের প্রবেশ পথের পাশে হওয়ায় ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এ কারণে জেলা প্রশাসক একাধিকবার এটি উচ্ছেদ করেন। এনডিসি কুদরত ই খুদা বলেন, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে ইতোপূর্বে আসরটি একাধিকবার উচ্ছেদ করা হয়েছিল। কয়েকটি আসর আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি জুয়াড়িদের জরিমানাসহ কারাদ-ও দেওয়া হয়েছিল। শিগগিরই আয়োজকের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর