January 15, 2025, 9:12 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উচ্ছেদের পর গাজীপুরে আবারও বসছে জুয়ার আসর

উচ্ছেদের পর গাজীপুরে আবারও বসছে জুয়ার আসর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জেলা প্রশাসন একাধিকবার গুঁড়িয়ে দেওয়ার পর সম্প্রতি আবারও গাজীপুরে জুয়ার আসর বসানো হচ্ছে। সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশ পথের পাশে নতুন করে এই আসরটি বসাচ্ছেন ওই এলাকার শফিকুল ইসলাম শফি নামে এক ব্যক্তি। শফির দাবি, আদালত থেকে অনুমতি নিয়ে এলাকায় ওয়ান টেনসহ কয়েকটি খেলা চালু করেছি। এর জন্য শিল্প মন্ত্রণালয় থেকেও লাইসেন্স নিয়েছি। সরকারকে ট্যাক্স দিচ্ছি। তবে অনুমতিপত্র ও লাইসেন্স তিনি দেখাতে পারেননি। এনডিসি বি এম কুদরত ই খুদা বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুয়ায়ী আবদ্ধ পরিবেশে সীমিত পর্যায়ে কিছু ইনডোর খেলার অনুমতি থাকলেও বাঘের বাজার এলাকায় উন্মুক্ত পরিবেশে নিষিদ্ধ জুয়ার আসর চালানো হচ্ছে, যা ওই নির্দেশনার পরিপন্থী। গত সোমবার ওই এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে জুয়ারিদের ভিড় জমাতে দেখা গেছে। স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, আসর বসানোর জন্য এলাকায় মাইকিংও করেছেন আয়োজকরা। জুয়ার ফাঁদে পড়ে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। চুরি ছিনতাই বেড়ে গেছে। এ ছাড়া আসরটি সাফারি পার্কের প্রবেশ পথের পাশে হওয়ায় ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এ কারণে জেলা প্রশাসক একাধিকবার এটি উচ্ছেদ করেন। এনডিসি কুদরত ই খুদা বলেন, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে ইতোপূর্বে আসরটি একাধিকবার উচ্ছেদ করা হয়েছিল। কয়েকটি আসর আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি জুয়াড়িদের জরিমানাসহ কারাদ-ও দেওয়া হয়েছিল। শিগগিরই আয়োজকের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর