January 17, 2025, 5:37 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

তিতে ব্রাজিলকে বার্সেলোনা বানানোর চেষ্টা করছেন!

তিতে ব্রাজিলকে বার্সেলোনা বানানোর চেষ্টা করছেন!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স ঠিক ব্রাজিলসুলভ ছিল না। যে নেইমারকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ‘সেলেসাও’রা, সেই ম্যাচে নেইমারই ছিলেন সবচেয়ে সাদামাটা। এতে ব্রাজিল ও নেইমারের দিকে চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিতও যোগ দিলেন সমালোচকদের দলে। ১৯৯৮ বিশ্বকাপজয়ী পেতিতের চোখে, ব্রাজিলকে বার্সেলোনা বানানোর চেষ্টা করছেন কোচ তিতে। ব্রাজিল কোচের এই চেষ্টায় নেইমারকে নিতে হচ্ছে মেসির ভূমিকা। অনলাইন বেটিং সাইট ‘প্যাডি পাওয়ার’কে পেতিত বলেন, ‘বার্সেলোনায় সবাই মেসিকে বল পাস দিয়ে বসে থাকে সে কিছু করবে বলে, ব্রাজিলকেও দেখছি নেইমারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে।’আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী পেতিত মনে করেন, নেইমারের ওপর অতিনির্ভরশীলতায় ব্রাজিলের হিতে বিপরীতই হচ্ছে। এর পাশাপাশি নেইমারের আচরণ নিয়েও পেতিত বেশ বিরক্ত। তাঁর ভাষায়, ‘এটা পিএসজি না যে সে যা খুশি করতে পারবে। নেইমার বল হারালে কিংবা ট্যাকলের শিকার হলেই কান্না শুরু করেছে। বিশ্বকাপের মতো জায়গায় আপনি এমনটা করতে পারেন না। নেইমারকে আরও সাহসী হতে হবে। দলের খেলা গড়ার দায়িত্ব নিতে হবে।’ পেতিতের আরও একটি কথায় নেইমার মন খারাপ করতে পারেন। ’৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করা পেতিত মনে করেন, নেইমার ব্রাজিলের সেরা খেলোয়াড় নন। ফিলিপ কুতিনহোকে ব্রাজিলের সেরা খেলোয়াড় বলে মনে করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর