February 18, 2025, 6:59 pm

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি ইউনিটের ফল প্রকাশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ডি ইউনিটের (শাখা পরিবর্তন) স্মাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাতে বলা হয়, জবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২৮,৭৪৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন। পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া ‘ডি ইউনিটের ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর