শার্শায় ৮ লাখ টাকা সহ ৪ ছিনতাইকারী আটক
বেনাপোল থেকে এনামুল হকঃ যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার তিন ঘন্টার মধ্যে ৪ ছিনতাই কারী সহ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার টাকা ছিনতাইয়ের পর দুই জন স্থানীয়দের চিৎকারে আটক হওয়ার তিন ঘন্টা পর বাকি আরো দুইজনকে অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ বাকি দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো– ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।
ছিনতাইয়ের শিকার রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিডের ডিলারের দোকানের…
[5:30 PM, 2/22/2025] Enamul Haque P D: বেনাপোলে ৮০ বোতল ফেন্পোসিডিলসহ নারী পাচারকারী আটক।।
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল পোটথানার ভবেরবেড় গ্রাম হতে ৮০ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ ফাতেমা ওরফে পারভিন(৫৫) নামের এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,শনিবার(২২ ফেব্রুয়ারী) মধ্য রাত ২:৪০ মিনিটের দিকে গোপণ সংবাদ পেয়ে থানার একটি চৌকষ পুলিশ দল বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ভবারবেড় গ্রামে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন এসআই(নিঃ) বিনয় কুমার হালদার।
তথ্য মোতাবেক ঐ গ্রামের পশ্চিমপাড়াস্থ বাসিন্দা আবু সালামের ভাড়াটিয়া ধৃত আসামী ফাতেমা ওরফে পারভিনের ঘরে তল্লাশী চালায়। আসামীর স্বীকারোক্তি মোতাবেক শয়ন কক্ষের খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ৮০বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
নারী আসামী ফাতেমার বাড়ী ঐ গ্রামের পশ্চিম পাড়ায়। তার স্বামীর নাম মো.হযরত আলী। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৩,ধারা-৩৬(১),সারনির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
ফেন্সিডিল উদ্ধার এবং আসামী গ্রেফতারের কথা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া বলেন,”যশোর পুলিশ সুপার এবং “ক” সার্কেল(নাভারন) এর এ এসপি নিশাত আল-নাহিয়ান এর নির্দেশনায় চোরাচালান রোধ,আইন শৃঙ্খলা এবং মাদক নিয়ন্ত্রণে বেনাপোল পোর্টথানা টহলদারী জোরদার রেখেছে।
এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত ৮০ বোতল ফেন্সিডিল সহ নারী আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ”।
আসামী ফাতেমা ওরফে পারভিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদক আইনে মামলা দিয়ে আজ শনিবার(২২ফেব্রুয়ারী) যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
মোঃএনামুলহক বেনাপোল
মোবাঃ ০১৭১১৩৯৭৪৫৮