নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দু’টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আগুনে পুড়েছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল।
স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের নুর আলম মাস্টারের সেমি পাকা বাড়িতে আগুন লাগে। এতে ঘরে থাকা স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, নগদ টাকা, আলমারি, খাটসহ প্রায় ১৯/২০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে বাড়ির উঠানে জমানো ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। সংবাদ পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাকিম আলি মাতবর পাড়া এলাকার কলিম উল্লাহ প্রকাশ কালা মিয়ার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে।প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের মতে ফায়ার সার্ভিস আসার আগেই বাড়িটি পুড়ে যায়।
রত্না পালং ইউনিয়নের ইউপি সদস্য ডাক্তার মোকতার আহমেদ বলেন, দিন মজুর কলিম উল্লাহর বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে। পুরো পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এতে কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কলিম উল্লাহ অভিযোগ করে জানান, প্রতিপক্ষরা হিংসা পরায়ন হয়ে পরিকল্পিতভাবে বাড়িতে অগ্নিসংযোগ করেছে।