April 25, 2025, 8:59 pm

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

শার্শায় ৮ লাখ টাকা সহ ৪ ছিনতাইকারী আটক

বেনাপোল থেকে এনামুল হকঃ

যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার তিন ঘন্টার মধ্যে ৪ ছিনতাই কারী সহ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার টাকা ছিনতাইয়ের পর দুই জন স্থানীয়দের চিৎকারে আটক হওয়ার তিন ঘন্টা পর বাকি আরো দুইজনকে অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ বাকি দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো– ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।

ছিনতাইয়ের শিকার রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিডের ডিলারের দোকানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলার রুহুল আমিনের ব্যবস্থাপক রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে ফিরছিলেন। দুপুর ২টার পরে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দণিপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন-সাতীরা সড়কে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা রামদা ও চাকু দিয়ে রোকনুজ্জামানকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর ছিনতাইকারী টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

 

Share Button

     এ জাতীয় আরো খবর