ব্রাজিলের অভিযোগ খারিজ করে দিয়েছে ফিফা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সুইজারল্যান্ড ম্যাচে ভিডিও রিভিউর ব্যবহার নিয়ে তাদের জানানো অভিযোগ খারিজ করে দিয়েছে ফিফা।
বুধবার সংস্থাটি জানায়, সুইজারল্যান্ডের সমতায় ফেরার গোলের সময় ডি-বক্সে ধাক্কা দেওয়ার ঘটনা এবং গাব্রিয়েল জেসুসের পেনাল্টির দাবি: ম্যাচের এই দুটো ঘটনা নিয়ে ফিফা নির্দিষ্ট করে কিছু বলেনি। ফিফা তাদের জানিয়েছে, ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি শুধু ব্যবহার করা হয় রেফারিদের পরিষ্কার এবং নিশ্চিত ভুল এড়ানোর জন্য।
সংস্থাটি আরও জানায়, ম্যাচ অফিসিয়ালদের অডিও রেকর্ড পেতে তাদের করা অনুরোধ আমলে নেয়নি ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি জানায়, টুর্নামেন্টের আগে এ ধরনের রেকর্ডিং প্রকাশ না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ছিল।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন এখনও দাবি করছে, ভিএআরের ব্যবহার হলে ম্যাচের সময় ব্রাজিলের বিপক্ষে যাওয়া রেফারির ‘পরিষ্কার’ ভুলগুলো এড়ানো যেতেও পারতো।