January 17, 2025, 5:56 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

রোনালদো নির্ভর নয় পর্তুগাল

রোনালদো নির্ভর নয় পর্তুগাল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর নির্ভর করে বিশ্বকাপে সাফল্য পাওয়ার ধারণা উড়িয়ে দিয়েছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। মনে করিয়ে দিয়েছেন, একা কেউ ম্যাচ জেতাতে পারে না।

শুক্রবার রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদোর দারুণ এক হ্যাটট্রিকে প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পর্তুগিজরা। আন্তর্জাতিক ফুটবলে ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ফেরেঙ্ক পুসকাসের গড়া সর্বোচ্চ ৮৪টি গোলের রেকর্ড স্পর্শ করেন ক্রিস্তিয়ানো রোনালদো।

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে সান্তোস বলেন, “আমি আশা করি, ক্রিস্তিয়ানো দারুণ একটা ম্যাচ খেলবে। আমরা তাতে অভ্যস্ত, শুধু শেষ ম্যাচ থেকে নয় বরং সামগ্রিকভাবে তার ক্যারিয়ার জুড়েই। আমি আশা করছি, সে ও আমাদের দল প্রস্তুত।”

“রোনালদোকে নিয়ে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল কারণ অধিনায়ক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি কখনো একজন খেলোয়াড়কে একা একটা ম্যাচ জিততে দেখিনি।”

এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোল করা জুস্ত ফঁতেইনের ৬০ বছরের পুরনো রেকর্ডটা  রোনালদো ভাঙতে পারবেন কি-না, এমন প্রশ্নের জবাবে সান্তোস বলেন, “হয়তো, আমি জানি না। এটা একটা বিশ্বকাপ। এখানে সবই জাতীয় দল। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো মরক্কোর দলকে সম্মান করা। আমাদের মনযোগী হতে হবে এবং সেটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততেই হবে।”

‘বি’ গ্রুপে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচটিতে জিতলে নক আউট রাউন্ডে ওঠার পথে অনেকটা এগিয়ে যাবে ইউরো চ্যাম্পিয়নরা।

Share Button

     এ জাতীয় আরো খবর