January 15, 2025, 6:37 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রানী মুখার্জির পিতা পরিচালক রাম মুখার্জি আর নেই

রানী মুখার্জির পিতা পরিচালক রাম মুখার্জি আর নেই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির পিতা পরিচালক রাম মুখার্জি প্রয়াত হয়েছেন। রোববার ভোর ৫টা নাগাদ মারা গিয়েছেন তিনি। পারিবারিক সুত্রে এই খবর জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

তবে স্বামীর মৃত্যু প্রসঙ্গে স্ত্রী কৃষ্ণা মুখার্জি বলেছেন, তার রক্তচাপ হঠাৎই কমে গিয়েছিল। তাকে বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। কিন্তু রোববার ভোরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। মুম্বইয়ের ফিল্মমাল্য স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রাম মুখার্জি। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন। ১৯৬০ সালে সুনীল দত্ত, জয় মুখার্জি এবং আশা পারেখকে নিয়ে তিনি ‘হাম হিন্দুস্থানী’ পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল দিলীপ কুমার ও বৈজয়ন্তী মালা অভিনীত ‘লিডার’। ১৯৯৬ সালে তিনি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন ‘ভোরের ফুল’। এই ছবিতেই রানী প্রথম অভিনয় করেছিলেন। রানীর প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগী বরাত’-এরও প্রযোজক ছিলেন রাম মুখার্জি।

Share Button

     এ জাতীয় আরো খবর