-
- সারাদেশে, স্মরণীয়
- চির নিদ্রায় শায়িত হলেন মোংলার সিনিয়র সাংবাদিক এম, এ মোতালেব
- আপডেট সময় January, 8, 2023, 6:28 pm
- 370 বার পড়া হয়েছে
বায়জিদ হোসেন, মোংলা
চির নিদ্রায় শায়িত হলেন মোংলা প্রেস কাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক এম এ মোতালেব। আজ রোববার জহুরবাদ শহরের বিএলএস জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা আগে মোংলা প্রেস কাবের সদস্যরা ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকা মালিক পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাংবাদিকরা। এছাড়া মরণোত্তর সালাম প্রদান করেণ নৌবাহিনীর পক্ষ থেকে। দোয়া চেয়ে আলোচনা করেণ পৌর মেয়র, প্রেস কাবের সভাপতি সহ পরে তার পরিবারের সদস্যরা। ৬২ বছর বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যুবরণ করেণ। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত রাতে তার মরদেহ ঢাকা থেকে মোংলার নিজ বাস বভনে আনা হয়। কর্মজীবনে তিনি নৌবাহিনীর পেটি অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন। চাকরী থেকে অবসর নেয়ার পর ব্যাবসার পাশাপাশী দীর্ঘদিন দৈনিক প্রথম আলো পত্রিকায় মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক পূর্বাঞ্চল মোংলা প্রতিনিধি হিসেবে দায়ীত্বরত ছিলেন। সাংবাদিক এম, এ মোতালেবের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ জাতীয় আরো খবর