সুইজারল্যান্ড ম্যাচে ভিএআরের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দাবি ব্রাজিলের
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে ভিডিও রিভিউ ব্যবহারের প্রক্রিয়া নিয়ে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে যাওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে কিভাবে ভিএআর ব্যবহৃত হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।
প্রথমটি হলো, সুইজারল্যান্ডকে হেডে সমতা ফেরানো গোল এনে দেওয়ার আগে মিরান্দাকে স্টিভেন সুবারের ধাক্কা দেওয়া। দ্বিতীয়টি হলো ডি-বক্সের মধ্যে ব্রাজিলের গাব্রিয়েল জেসুসকে ট্যাকলের ঘটনায় রেফারির পেনাল্টি না দেওয়া, যা ফাউল বলে দাবি করেছে ব্রাজিল।
গত সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন বলে, দুটি ঘটনায়ৃ রেফারির ভুল পরিষ্কার। ভিএআর বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা করার মতো সিদ্ধান্ত ছিল দুটিই।
ব্রাজিল জানতে চেয়েছে, ঘটনা দুটি রিভিউ করা হয়েছিল কিনা এবং করা হলে কোন ভিডিও ও অডিও ফুটেজ কাজে লাগানো হয়েছিল।