January 17, 2025, 1:56 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

আতলেতিকোয় নতুন চুক্তি করলেন গ্রিজমান

আতলেতিকোয় নতুন চুক্তি করলেন গ্রিজমান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগেই বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উড়িয়ে জানিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদেই থেকে যাওয়ার কথা। এবার ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তি করলেন অঁতোয়ান গ্রিজমান। ২০২৩ সাল পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন ফরাসি এই ফরোয়ার্ড। গত সোমবার এই খবর নিশ্চিত করে আতলেতিকো। লুকা এরনঁদেজের সঙ্গেও নতুন চুক্তি করেছে মাদ্রিদের ক্লাবটি। ২০২৪ সাল পর্যন্ত এখানে থাকবেন ফরাসি এই ডিফেন্ডার। আরেক ফরাসি খেলোয়াড় তমাস লেমাকেও দলে টানতে যাচ্ছে আতলেতিকো। এ ব্যাপারে এই উইঙ্গারের বর্তমান ক্লাব মোনাকোর সঙ্গে একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি। ফ্রান্স দলের গ্রিজমান, লেমা ও এরনঁদেজের সঙ্গে চুক্তি করতে রাশিয়ায় প্রতিনিধি পাঠায় আতলেতিকো। আতলেতিকোয় ২৭ বছর বয়সী গ্রিজমানের রিলিজ ক্লজ ১০ কোটি ইউরো বলে জানা গিয়েছিল। নতুন চুক্তিতে তার এটা বাড়ানো হয়েছে কি-না এ ব্যাপারে কিছু জানায়নি ক্লাবটি। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, বার্সেলোনায় নাম লেখাতে পারেন গ্রিজমান। দ্রুতই এই দল-বদল হতে পারে বলেও ধারণা হচ্ছিল। কিন্তু গত সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই খেলোয়াড় জানান, আতলেতিকোতেই থাকছেন তিনি। লেমার ব্যাপারে মোনাকোর সঙ্গে প্রাথমিক সমঝোতাটা গত সপ্তাহেই হয়েছে বলে জানিয়েছে আতলেতিকো। বাকি কেবল ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির আনুষ্ঠানিকতা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেছিলেন গ্রিজমান। ম্যাচটির পুরো ৯০ মিনিট খেলেন এরনঁদেজ। বেঞ্চে ছিলেন লেমা।

Share Button

     এ জাতীয় আরো খবর