January 17, 2025, 12:56 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

নেইমার ‘টার্গেট’ ছিলেন না, বলছে সুইজারল্যান্ড

নেইমার ‘টার্গেট’ ছিলেন না, বলছে সুইজারল্যান্ড

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রচুর ফাউলের শিকার হয়েছেন নেইমার। অনেকেই মনে করেছেন, নেইমারকে নিষ্ক্রিয় রাখতে শুধু তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে মাঠে নেমেছিল সুইসরা। সুইজারল্যান্ড কোচ অবশ্য দাবিটা উড়িয়ে দিলেন। নেইমার সুইস ‘নৃশংসতা’র শিকার? অনেকেই তা মনে করছেন। শুধু ব্রাজিলীয় ফুটবলারদের বিবেচনায় নিলে ১৯৬৬ বিশ্বকাপের পর এত বেশি ফাউলের শিকার হননি আর কেউই। আর বিশ্বকাপ হিসেবে নিলে গত ২০ বছরের মধ্যে গতকালকের ম্যাচে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। তাঁকে ১০ বার ফাউল করেছে সুইসরা। কিন্তু সুইজারল্যান্ডের কোচ ভøাদিমির পেটকোভিচের দাবি, নেইমারকে তারা লক্ষ্যবস্তু বানাননি। ভ্যালন বেহরামি, ফ্যাবিয়ান স্কার, স্টিফেন লিখটেইনারÑসুইজারল্যান্ডের এই তিন খেলোয়াড় নেইমারকে উপর্যুপরি ফাউলের জন্য রেফারির কার্ড দেখেছেন। গত ফেব্রুয়ারিতে পায়ের পাতার হাড় ভেঙে যাওয়ার পর দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও নেইমার সেভাবে ফিট ছিলেন না। তার ওপর সুইস খেলোয়াড়দের ক্রমাগত ফাউলে স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি। তবে সুইজারল্যান্ডের কোচ পেটকোভিচের যুক্তি, শুধু নেইমারকে লক্ষ্য বানানো হয়নি, ‘না, বেশির ভাগ টক্করই (বল দখলের লড়াই) পরিষ্কার ছিল। তাঁকে নিষ্ক্রিয় রাখাটা ছিল কৌশলের অংশ। কিন্তু লক্ষ্য ছিল না, ব্রাজিল দলে আরও কজন ফুটবলার আছে যারা দারুণ খেলে থাকে। প্রথমার্ধে আমরা নিজেদের কৌশল কাজে লাগাতে পারিনি। তখন ব্রাজিল বিপজ্জনক হয়ে উঠেছিল। হলুদ কার্ড হয়তো বেশি হয়ে গেছে, তবে কোনো খারাপ ফাউল হয়নি।’

Share Button

     এ জাতীয় আরো খবর