‘এক হারে ডুবে যাবে না জার্মানি’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
জার্মানির কোচ ইওয়াখিম লুভও মেনে নিচ্ছেন মেক্সিকোর বিপক্ষে তার দল বাজে খেলেছে। তবে তার দাবি, এক হারে ডুবে যাবে না জার্মানি; ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ঠ অভিজ্ঞতা দলের আছে। মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ শুরু করে জার্মানি। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামি শনিবার সুইডেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। হারের পর জার্মান ডিফেন্ডার মাটস হুমেলস মেক্সিকোকে আক্রমণের জন্য জায়গা ছেড়ে দেওয়ার কড়া সামালোচনা করেন। লুভও মানছেন তা। আমরা বাজে খেলেছিলাম। মেক্সিকোকে খুব বেশি জায়গা দিয়েছিলাম। অনেক বল হারিয়েছিলাম এবং সুযোগ নষ্ট করেছিলাম। এ পরিস্থিতি আমাদের কাছে অপরিচিত। কিন্তু এক হারে ডুবে না যাওয়ার মতো যথেষ্ঠ অভিজ্ঞতা এই দলের আছে। পরের ম্যাচটা এখন আরও গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই জিততে হবে। মেক্সিকোর বিপক্ষে দল স্নায়ুর চাপে ছিল বলেও মনে করেন লুভ। আমরা নার্ভাস ছিলাম এবং যে খেলাটা খেলতে চেয়েছিলাম, সেটা পারিনি। কি কারণে এটা হলো সেটা দেখা দরকার। গ্রুপের শেষ ম্যাচে আগামি ২৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে জার্মানি।