January 16, 2025, 10:06 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ইরানের নাটকীয় জয়

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ইরানের নাটকীয় জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক     

 

নির্ধারিত সময় শেষ হওয়ার পর ৬ মিনিটের ইনজুরি টাইম চলছিল তখন। রাশিয়া বিশ্বকাপ প্রথম গোলহীন ম্যাচের দিকেই এগোচ্ছিল, কিন্তু মরক্কোর স্ট্রাইকার আজিজ বাহাদৌজ হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দিলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইরান। এহসান হাজসাফির নেওয়া ফ্রি কিক ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আজিজ বাহাদৌজ।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। গত আসরের মূল পর্বেও ছিল এশিয়ার দেশটি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার মতো দলের ঘাম ঝরিয়ে ছেড়েছিল তারা। মরক্কোর বিপক্ষে তাই তারাই এগিয়ে ছিল। শুরুর বাঁশি বাজার পর থেকে সেটার প্রমাণই পাওয়া গেছে ইরানের পারফরম্যান্সে। মরক্কোর রক্ষণে আক্রমণের ঢেউ তুললেও ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি এশিয়ার দেশটি।

প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল ইরান ৪৩তম মিনিটে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদির বীরত্বে সুযোগটা কাজে লাগাতে পারেনি। আলিরেজা জাহানবকশ ওয়ান টু ওয়ানেও পারেননি বল জালে জড়াতে। মুনিরের পায়ে লেগে ফিরে আসা বল ইরানের আরেক খেলোয়াড় গোলমুখে শট করলেও এবার ‘ফিস্ট’ করে প্রতিহত করেন মরক্কান গোলররক্ষক। দ্বিতীয়ার্ধেও কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছে ইরান।

রক্ষণ ঠিক রেখে মরক্কোও আক্রমণে উঠেছে। কিন্তু ইরানের মতো তাদেরও ছিল ফিনিশারের অভাব। ডি বক্সের সামনে এসে খেই হারিয়ে ফেলেছে আফ্রিকার দেশটির ফরোয়ার্ডরা। মিডফিল্ডার হাকিম জেক বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আলোর মুখ দেখেননি।

জেনিট সেন্ট পিটার্সবার্গের ৯০ মিনিট থাকে তাই গোলশূন্যভাবে। ফাউল ও চোটের কারণে মাঠে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় ইনজুরি টাইম দেওয়া হয় ৬ মিনিট। ওই সময়ের পঞ্চম মিনিটেই ইরান জয়ের উল্লাসে মাতে মরক্কোর আত্মঘাতী গোলে।

Share Button

     এ জাতীয় আরো খবর