ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে চরম ব্যাটিং ব্যর্থতায় নিজেদের অভিষেক টেস্টে বড় হারের তিক্ত স্বাদ পেয়েছে আফগানিস্তান। ভারত জিতেছে ইনিংস ও ২৬২ রানে।
শুক্রবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল ভারত। বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে যে লড়িয়ে মানসিকতার প্রমাণ রেখেছিল আফগানরা, সেই মানসিকতার প্রতিফলন পড়েনি ব্যাটিংয়ে। টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম ইনিংসে তুলতে পেরেছে ১০৯ রান। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে আরও ৬ রান কম।
দুই দিনেই টেস্ট শেষ হওয়ার ২১তম ঘটনা এটি। নিজেদের অভিষেক টেস্টেই দুই দিনে হেরেছিল আগে কেবল দক্ষিণ আফ্রিকা, সেই ১৮৮৯ সালে। ভারতের দুই দিনের টেস্ট জয় এই প্রথম।
সকালে ভারত দিন শুরু করেছিল ৬ উইকেটে ৩৪৭ রান নিয়ে। এদিন আরও ১২৭ রান যোগ করে তারা। যাতে বড় অবদান হার্দিক পন্ডিয়ার।
১০ রান নিয়ে দিন শুরু করা পান্ডিয়া খেলেছেন ৯৪ বলে ৭১ রানের ইনিংস। অষ্টম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে গড়েন ৬৭ রানের জুটি।
নবম ব্যাটসম্যান হিসেবে পান্ডিয়া আউট হওয়ার পর ঝড় তোলেন শেষ ব্যাটসম্যান উমেশ যাদব। দুটি করে চার ও ছক্কায় করেন ২৬ রান। ভারতের স্কোর দাঁড়ায় ৪৭৪।
ব্যাটিংয়ে নেমে আফগানদের হয়ে স্বভাবসুলভ আক্রমণাত্মক শুরু করেছিলেন মোহাম্মদ শাহজাদ। কিন্তু তিন বাউন্ডারিতে ১৪ রান করার পর রান আউট হন তিনি নিজের আলসেমি আর পান্ডিয়ার দারুণ ফিল্ডিংয়ে।
এরপর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। নতুন বলে ছোবল দিয়েছেন উমেশ যাদব ও ইশান্ত শর্মা। এরপর দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিনের সামনে আফগানদের মনে হয়েছে একদমই আনকোরা।
মোহাম্মদ নবি কেবল করতে পেরেছেন ২৪ রান। অশ্বিন ৪ উইকেট নেন ২৭ রানে।
ফলো অনের পর দ্বিতীয় ইনিংসেও প্রায় একই চিত্র। আবারও শাহজাদের তিন বাউন্ডারিতে শুরু। তার দ্রুত বিদায়ের পর ইনিংস আবার একই পথে।
এবার নতুন বলে উমেশ যাদব ভোগান আফগানদের। তুলে নেন ৩ উইকেট। আরেক পেসার ইশান্ত শর্মা নেন একটি। এরপর যথারীতি দুই স্পিনারের সামনে আফগানদের অসহায়ত্ব। স্রেফ উইকেট শিকারের পালায় একটু বদল, দ্বিতীয় ইনিংসে চারটি নেন জাদেজা।
দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তান খেলতে পেরেছে মাত্র ৬৬.৩ ওভার। ভারতের পেস-স্পিন, কিছুর জবাবই দিতে পারেনি তাদের ব্যাটসম্যানরা। সীমিত ওভারের ক্রিকেটে আলোড়ন তুললেও টেস্ট ক্রিকেটের জগত কতটা কঠিন, সেটির উপলব্ধিও শুরুতেই পেয়ে গেল আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১০৪.৫ ওভারে ৪৭৪ (আগের দিন ৩৪৭/৬) (পান্ডিয়া ৭১, অশ্বিন ১৮, জাদেজা ২০, ইশান্ত ৮, উমেশ ২৬*; আহমাদজাই ৩/৫১, ওয়াফাদার ২/১০০, নবি ১/৬৫, রশিদ ২/১৫৪, মুজিব ১/৭৫, স্টানিকজাই ০/১৬)।
আফগানিস্তান ১ম ইনিংস: ২৭.৫ ওভারে ১০৯ (শাহজাদ ১৪, আহমাদি ১, রহমত ১৪, জাজাই ৬, হাশমতউল্লাহ ১১, স্টানিকজাই ১১, নবি ২৪, রশিদ ৭, আহমাদজাই ০, মুজিব ১৫, ওয়াফাদার ৬*; উমেশ ১/১৮, ইশান্ত ২/২৮, পান্ডিয়া ০/১৮, অশ্বিন ৪/২৭, জাদেজা ২/১৮)।
আফগানিস্তান ২য় ইনিংস: ৩৮.৪ ওভারে ১০৩ (ফলো অনের পর) (শাহজাদ ১৩, আহমাদি ৩, রহমত ৪, নবি ০, হাশমতউল্লাহ ৩৬*, স্টানিকজাই ২৫, জাজাই ১, রশিদ ১২, আহমাদজাই ১, মুজিব ৩, ওয়াফাদার ০; ইশান্ত ২/১৭, উমেশ ৩/২৬, পান্ডিয়া ০/৬, অশ্বিন ১/৩২, জাদেজা ৪/১৭)।
ফল: ভারত ইনিংস ও ২৬২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শিখর ধাওয়ান