এমবাপে শতভাগ ‘ফিট’ গ্রিজমান ও দেম্বেলের সঙ্গে জুটি বাঁধতে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
অনুশীলনে হালকা চোট পেলেও বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি ফিট দাবি করেছেন কিলিয়ান এমবাপে। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে আক্রমণভাগে অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেল ও তাকে নিখুঁত হতে হবে বলে মনে করেন এই ফরাসি ফরোয়ার্ড।
মঙ্গলবার অনুশীলনে সতীর্থ আদিল রামির ট্যাকলে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান পিএসজি ফরোয়ার্ড। পরে এক টুইট বার্তায় এমবাপে আশ্বস্ত করেন, শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।
বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি শতভাগ ঠিক আছি, আমি খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম।”
“ক্লাব অথবা জাতীয় দলের অনুশীলন একই। আমরা সেভাবেই খেলি যেভাবে অনুশীলন করি। এসব ঘটনা ঘটেই এবং ভবিষ্যতে আবার ঘটবে।”
আক্রমণভাগে আরও কার্যকর হতে গ্রিজমান ও দেম্বেলের সঙ্গে পারস্পারিক সম্পর্ক নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন ১৯ বছর বয়সী এমবাপে।
“আমরা তিন জন খেলোয়াড় একে অন্যের প্রশংসা করি। আমাদের অনেক মুভমেন্ট ও গতি আছে।”
“আমরা আমাদের রক্ষণভাগে উন্নতি করতে পারি। কারণ দলের অর্ধেক নিয়ে আমরা এই প্রতিযোগিতায় পৌঁছাতে পারতাম না।”
“আমাদের অবশ্যই গোলের সামনে আরও কার্যকর হতে হবে। আমাদের ৬০টি সুযোগ থাকবে না। কখনো কখনো আমরা একটি সুযোগ পাব এবং সেটাকে কাজে লাগাতে হবে।”
বিশ্বকাপে ফেভারিট প্রশ্নে তিনটি দলকে নিজেদের চেয়ে এগিয়ে রাখছেন এমবাপে।
“বর্তমানে ব্রাজিল, জার্মানি ও স্পেন দল তিনটি আমাদের চেয়ে সামান্য এগিয়ে আছে। এরপর আছে বেলজিয়াম। তাদের জন্য এটাই সময়। তাদের প্রজন্মের এটাই শেষ সুযোগ, আমি মনে করি।”