অলরাউন্ডার রুমানা ৬ ধাপ এগিয়ে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন রুমানা আহমেদ। সেটির প্রতিফলন আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। ৬ ধাপ এগিয়ে বাংলাদেশের অলরাউন্ডার উঠে এসেছেন দ্বাদশ স্থানে।
এশিয়া কাপে বাংলাদেশের ৬ ম্যাচের ৪টি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি। রুমানা ব্যাটিং পেয়েছেন তিন ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে আউট হলেও শক্তিশালী ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই তিনি ছিলেন ম্যাচ সেরা। প্রথম ম্যাচে খেলেছিলেন ম্যাচ জয়ী ৪২ রানের অপরাজিত ইনিংস। ফাইনালে করেছিলেন গুরুত্বপূর্ণ ২৩ রান।
ব্যাটে রানের পাশাপাশি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট ছিল তিনটি। ফাইনালে নিয়েছিলেন দুটি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও নিয়েছিলেন একটি উইকেট।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সালমা খাতুন অবশ্য এখনও রুমানার ওপরে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আছেন একাদশ স্থানে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই বাংলাদেশে সবার ওপরে খাদিজা তুল কুবরা। আছেন ১৩ নম্বরে। তবে এশিয়া কাপের পারফরম্যান্সে এই অফ স্পিনার অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৫৩৭ রেটিং পয়েন্ট।
বোলারদের র্যাঙ্কিংয়ে রুমানা আছেন বিশে। ২৭ নম্বরে আছেন সালমা, পেসার জাহানারা আলম ৩৫ নম্বরে।
ফাইনালে দারুণ বোলিং করলেও উইকেট পাননি নাহিদা আক্তার। তবে পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ২ উইকেট। ২২ ধাপ এগিয়ে এই বাঁহাতি স্পিনার এখন ৪০ নম্বরে।
ব্যাটিংয়ে সেরা পঁচিশেও নেই বাংলাদেশের কেউ। ২৭ নম্বরে থেকে সবার ওপরে সালমা। রুমানা ৩০ আর ফারজানা হক ৩২।