এবার দাড়ির বীমা করলেন বিরাট কোহলি!
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিরাট কোহলির দাড়ির প্রতি বাড়াবাড়ি রকমের ভালোবাসা সর্বজনবিদিত। দাড়ি নিয়ে তার উন্মাদনাকে ঠাট্টা করেছেন তারই আরেক সতীর্থ লোকেশ রাহুল।
শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে রাহুল বলেন দাড়ির বীমা করেছেন তার দলের অধিনায়ক। প্রমাণস্বরূপ একটা ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় কোহলির দাড়ির ছবি তুলছেন দু’জন লোক।
এখনো কোহলির তরফ থেকে কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি, তবে ধারণা করা যাচ্ছে কোহলির দাড়ির মাপ নিতে আসা লোক দুজন মাদাম তুসো জাদুঘরের ছিলেন। মাপ নিচ্ছিলেন একটি মোমের মূর্তির জন্য যা কয়দিন আগে উন্মোচিত হয়েছে নয়া দিল্লির মাদাম তুসোয়।