তিতে রিয়ালের সঙ্গে যোগাযোগের খবর নাকচ করলেন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে ক্লাবটির সঙ্গে আলোচনা করার খবর উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।
রাশিয়া বিশ্বকাপ শেষেই সেলেসাওদের সঙ্গে তিতের চুক্তি শেষ হবে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার আগে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করার লক্ষ্য ৫৭ বছর বয়সী এই কোচের।
ব্রাজিলিয়ান সংবাদপত্র ও গ্লোবো জানায়, হঠাৎ করে দায়িত্ব ছাড়া জিনেদিন জিদানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রিয়ালের পছন্দের তালিকায় আছেন তিতে। এ ক্ষেত্রে তার সঙ্গে সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমারের সম্পর্কটাকেও একটা নিয়ামক হিসেবে দেখা হচ্ছে। কেননা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে দলে টানতে আগ্রহী সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।
রিয়ালের সঙ্গে যোগাযোগের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিতে জানান, বর্তমান দলের প্রতি তিনি শ্রদ্ধাশীল। বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত প্রস্তুতি নিয়েই এখন তার সব মনোযোগ।
অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিতে বলেন, “এটা (রিয়ালের কোচ হওয়া নিয়ে আলোচনা) মতামত হলে আমি সম্মান জানাই। বিষয়টাতে উদ্ধৃতি চিহ্ন দেওয়া হলে এটা মিথ্যা।”
“কারও সঙ্গেই আমি যোগাযোগ করিনি। আমার বন্ধু জিলমার ভেলোস (তিতের এজেন্ট) কারোর সঙ্গে কথা বলেনি।”
“আমি যেখানে আছি সে জায়গাটার প্রতি আমার অগাধ সম্মান। এখানকার দায়-দায়িত্ব ও লক্ষ্যগুলো সম্পর্কে আমি জানি।”