জার্মানির কষ্টের জয় সৌদি আরবের বিপক্ষে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগের প্রস্তুতিপর্বটা খুব একটা ভালো কাটলো না জার্মানির। তবে কষ্টে হলেও সৌদি আরবের বিপক্ষে পাওয়া জয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়লো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
জার্মানির লেভারকুজেনে শুক্রবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। গত শনিবার অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ইওয়াখিম লুভের দল।
অস্ট্রিয়ার মাঠের বিবর্ণ জার্মানিকে এ ম্যাচেও স্বরূপে দেখা যায়নি। তবে তাদের শুরুটা ছিল বেশ ভালো। অষ্টম মিনিটে কাক্সিক্ষত গোল পেয়ে যায় তারা।
ডান দিক থেকে সতীর্থের লম্বা উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে মার্কো রয়েস ছোট করে ছয় গজ বক্সের মুখে বাড়ান টিমো ভেরনারকে। প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান লাইপজিগের এই ফরোয়ার্ড।
পরের চার মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো; কিন্তু পিএসজি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার সহজ সুযোগ নষ্ট করার পর ২০ গজ দূর থেকে রয়েসের হাফ-ভলি পোস্টে বাধা পায়।
ধীরে ধীরে গুছিয়ে ওঠা সৌদি আরব মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠতে শুরু করে। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় সাফল্য অধরাই রয়ে যায়।
৪৩তম মিনিটে দুর্ভাগ্যজনক ভাবে দ্বিতীয় গোল খেয়ে বসে অতিথিরা। ভেরনারের নীচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ওমার।
দ্বিতীয়ার্ধের প্রথমভাগে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই বেশ জমে ওঠে। তিন মিনিটের ব্যবধানে মাটস হুমেলস ও ড্রাক্সলার সুযোগ নষ্ট করেন। ৬১তম মিনিটে ব্যবধান কমাতে পারতেন মিডফিল্ডার সালেম আল-দাওসারি; কিন্তু গোল করার মতো পজিশনে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন।
৮৪তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সৌদি আরব। প্রতিপক্ষের মিডফিল্ডার আল-জসিমকে ডিফেন্ডার সামি খেদিরা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহাম্মদ আল-সাহলাইয়ের শট ডান দিয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মানুয়েল নয়ার। ফিরতি বল ধরে গোলটি করেন মিডফিল্ডার আল জসিম।
যোগ করা সময়ে দুই দলই একটি করে সুযোগ নষ্ট করলে স্কোরলাইনে পরিবর্তন আসেনি। স্বস্তির জয়ে মাঠ ছাড়ে জার্মানি।
১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে জার্মানি। ‘এফ’ গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
আগামী ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। ‘এ’ গ্রুপের অন্য দুই দল হলো মিশর ও উরুগুয়ে।
সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে জাপান। দিনের আরেক প্রস্তুতি ম্যাচে সেনেগালকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।