বিশ্বকাপের মিউজিক ভিডিও ফুটবলপ্রেমীদের জন্য উন্মুক্ত
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আগে উন্মুক্ত করা হয়েছিল রাশিয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’। এবার ফুটবলপ্রেমীদের জন্য ফিফা প্রকাশ করলো এর মিউজিক ভিডিও।
গানটি গেয়েছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী নিকি জ্যাম, হলিউডের অভিনেতা ও র্যাপার উইল স্মিথ ও কসোভোর সংগীতশিল্পী এরা ইস্ত্রেফি।
মিউজিক ভিডিওতে তিন সংগীতশিল্পীর সঙ্গে দেখা গেছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রোনালদিনিয়োকে।
আগামী ১৪ জুন মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। আর ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে তিন শিল্পীর গানটি পরিবেশনের কথা রয়েছে।