রোনালদো ফিরছেন আলজেরিয়ার বিপক্ষে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্রাম শেষে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে খেলায় ফিরতে যাচ্ছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
তারকা এই ফরোয়ার্ড ম্যাচটির শুরুর একাদশে থাকতে পারেন বলে জানিয়েছেন দলটির কোচ ফের্নান্দো সান্তোস। পর্তুগালের বেনফিকায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১ টায় শুরু হবে ম্যাচটি।
গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর থেকে বিশ্রামে ছিলেন রোনালদো। তিউনিশিয়া ও বেলজিয়ামের বিপক্ষে আগের দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ব্যাপারে সান্তোস সাংবাদিকদের বলেন, “খুব সম্ভবত ক্রিস্তিয়ানো শুরুর একাদশে থাকবে।”
১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে ইউরো জয়ী পর্তুগালের। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান।