January 17, 2025, 5:47 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

বরিশালে সুদের টাকা না পেয়ে চার জনকে হাতুড়ি পেটা

বরিশালে সুদের টাকা না পেয়ে চার জনকে হাতুড়ি পেটা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালে মেহেন্দিগঞ্জে দাবীকৃত সুদের টাকা না পেয়ে ভাতিজাসহ জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সুদ ব্যবসায়ী তার লোকজন গত সোমবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের উত্তর খলিসারপাড় এলাকার মৃত জয়নাল খানের পুত্র সুদ ব্যবসায়ী এনায়েত খান তার লোকজন একই বাড়ির ইউনুছ খানের পুত্র শুক্কুর খানসহ চারজনকে পিটিয়ে আহত করে সুদ ব্যবসায়ীর হুমকির মুখে আহতরা কাজিরহাটের পাশ্ববর্তী মুলাদী কিংবা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে পারেনি জানা গেছে প্রায় দের বছর আগে শুক্কুর খান তার চাচা এনায়েত খানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় প্রায় মাস পূর্বে শুক্কুর খান স্থানীয়দের উপস্থিতিতে ধারকৃত টাকা এনায়েত খানকে ফেরৎ দিয়ে দেয় গত ১৫ দিন ধরে এনায়েত খান তার ভাতিজা শুক্কুর খানের কাছে লাখ টাকা দাবী করে ভাতিজা বিষয়টি জানতে চাইলে এনায়েত খান জানান ৫০ হাজার টাকায় লাখ টাকা সুদ হয়েছে কিন্তু দরিদ্র শুক্কুর খান টাকা ধার নিয়েছে দাবী করে সুদের টাকা দিতে অস্বীকৃতি জানায় এতে এনায়েত খান ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে এনায়েত খান সুদের টাকা আদায়ের জন্য রফিক খান, মামুন খান, মাসুম খান, হৃদয় খানসহ /১০জন লোক নিয়ে শুক্কুর খানের ওপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাতœ আহত করে সময় তার ডাকচিৎকারে পিতা ইউনুছ খান, চাচা বাশার খান, চাচাতো ভাই কামরুল খান উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদেরকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে হামলাকারীরা মোবাইল ফোনে হাসপাতাল থেকে তুলে নেওয়ার হুমকি দেয় ওই রাতেই আহতদের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয় গতকাল মঙ্গলবার কাজিরহাট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে জানায় আহতদের পরিবার

Share Button

     এ জাতীয় আরো খবর