June 17, 2025, 9:56 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

বরিশালে সুদের টাকা না পেয়ে চার জনকে হাতুড়ি পেটা

বরিশালে সুদের টাকা না পেয়ে চার জনকে হাতুড়ি পেটা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালে মেহেন্দিগঞ্জে দাবীকৃত সুদের টাকা না পেয়ে ভাতিজাসহ জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সুদ ব্যবসায়ী তার লোকজন গত সোমবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের উত্তর খলিসারপাড় এলাকার মৃত জয়নাল খানের পুত্র সুদ ব্যবসায়ী এনায়েত খান তার লোকজন একই বাড়ির ইউনুছ খানের পুত্র শুক্কুর খানসহ চারজনকে পিটিয়ে আহত করে সুদ ব্যবসায়ীর হুমকির মুখে আহতরা কাজিরহাটের পাশ্ববর্তী মুলাদী কিংবা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে পারেনি জানা গেছে প্রায় দের বছর আগে শুক্কুর খান তার চাচা এনায়েত খানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় প্রায় মাস পূর্বে শুক্কুর খান স্থানীয়দের উপস্থিতিতে ধারকৃত টাকা এনায়েত খানকে ফেরৎ দিয়ে দেয় গত ১৫ দিন ধরে এনায়েত খান তার ভাতিজা শুক্কুর খানের কাছে লাখ টাকা দাবী করে ভাতিজা বিষয়টি জানতে চাইলে এনায়েত খান জানান ৫০ হাজার টাকায় লাখ টাকা সুদ হয়েছে কিন্তু দরিদ্র শুক্কুর খান টাকা ধার নিয়েছে দাবী করে সুদের টাকা দিতে অস্বীকৃতি জানায় এতে এনায়েত খান ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে এনায়েত খান সুদের টাকা আদায়ের জন্য রফিক খান, মামুন খান, মাসুম খান, হৃদয় খানসহ /১০জন লোক নিয়ে শুক্কুর খানের ওপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাতœ আহত করে সময় তার ডাকচিৎকারে পিতা ইউনুছ খান, চাচা বাশার খান, চাচাতো ভাই কামরুল খান উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদেরকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে হামলাকারীরা মোবাইল ফোনে হাসপাতাল থেকে তুলে নেওয়ার হুমকি দেয় ওই রাতেই আহতদের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয় গতকাল মঙ্গলবার কাজিরহাট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে জানায় আহতদের পরিবার

Share Button

     এ জাতীয় আরো খবর