সিঙ্গাপুর ফেরত জেএমবির ২ সদস্য রিমান্ডে
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক দৌলতুজ্জামান ও সোহেল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে পেয়েছে পুলিশ।গতকাল সোমবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজনকে হেফাজতে নেওয়ার আবেদন করেন সবুজবাগ থানার এসআই এ কে এম জিয়াউর রহমান। শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী জামিন পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মুকুল খান জানান। সোহেলের পক্ষে আইনজীবী সাইফুল ইসলাম সাব্বির এবং আওলাদ হেসেন শুনানি করলেও দৌলতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার সবুজবাগের পূর্ব রাজারবাগ থেকে তাদেরকে আটক করে র্যাব। পূর্ব রাজারবাগের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় কয়েকজন জেএমবি সদস্য মিটিং করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছিলেন র্যাব–৩ এর অধিনায়ক এমরানুল হাসান। সিঙ্গাপুরে ২০১৫ সালে তারা জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হন; তাদের নেতা মিজানুর রহমান সিঙ্গাপুরে অবস্থান করছে বলে তার ভাষ্য।