নেত্রকোণায় জন্মের পর জোড়া মাথার শিশুর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নেত্রকোণার একটি হাসপাতালে জোড়া মাথার শিশুর জন্ম হয়েছে; তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় সে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার দুপুরে শিশুটির জন্ম হয়। হাসপাতালে চিকিৎসক মৌরী বসাক বলেন, নেত্রকোণা সদর উপজেলার পারলা এলাকার হারুন মিয়ার স্ত্রী লাকী আক্তার গত শনিবার দুপুরে সাড়ে তিন কেজি ওজনের জোড়া মাথার মেয়ে সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়। তবে শিশুটির মা সুস্থ রয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে দুই মাথার শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন হাসপাতালে ভিড় জমান।