সিলেট সদর ক্রাইম রিপোর্ট
১০/০৫/২০২৪ইং অনুমান সকাল ০৬:৫৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেলা থানাধীন চৌহাট্রা ইদ্রিস মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. রুছেল আহমেদ (২৪), পিতা- মৃত আব্দুল করিম, মাতা-শেফালী বেগম, সাং- নোয়াগাঁও (আ. মালেক ডা. বাড়ীর পশ্চিম পার্শ্বে), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এবং ২। মো. রবিউল ইসলাম (২৬), পিতা- মো. ফরিদ মিয়া, মাতা-মিনারা বেগম, সাং- রাণীগঞ্জ (মুক্তর হোসনের বাড়ী), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) বস্তা ভারতীয় তৈরি চিনি, মূল্য ৮,৬৪,০০০/-(আট লক্ষ চৌষট্টি হাজার) টাকা, ও ভারতীয় চিনি পরিবহন কাজে ব্যবহৃত ০১ (একটি) ট্রাক পেয়ে জব্দ করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ-১০/০৫/২০২৪খ্রি. ধারা- The Specal Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়েছে। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।