June 30, 2024, 12:51 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

এসএমপি ডিবির অভিযানে ৮,৬৪,০০০/-(আট লক্ষ চৌষট্টি হাজার) টাকার ভারতীয় চিনি, একটি ট্রাকসহ ২ চোরাকারবারী গ্রেফতার

সিলেট সদর ক্রাইম রিপোর্ট

১০/০৫/২০২৪ইং অনুমান সকাল ০৬:৫৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেলা থানাধীন চৌহাট্রা ইদ্রিস মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. রুছেল আহমেদ (২৪), পিতা- মৃত আব্দুল করিম, মাতা-শেফালী বেগম, সাং- নোয়াগাঁও (আ. মালেক ডা. বাড়ীর পশ্চিম পার্শ্বে), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এবং ২। মো. রবিউল ইসলাম (২৬), পিতা- মো. ফরিদ মিয়া, মাতা-মিনারা বেগম, সাং- রাণীগঞ্জ (মুক্তর হোসনের বাড়ী), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) বস্তা ভারতীয় তৈরি চিনি, মূল্য ৮,৬৪,০০০/-(আট লক্ষ চৌষট্টি হাজার) টাকা, ও ভারতীয় চিনি পরিবহন কাজে ব্যবহৃত ০১ (একটি) ট্রাক পেয়ে জব্দ করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ-১০/০৫/২০২৪খ্রি. ধারা- The Specal Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়েছে। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর