মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে কৃষি
জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার
অপরাধে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার
রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান
চালায় ভ্রাম্যমান আদালত। এসময় জমির মালিক ও মাটি ব্যবসায়ীকে
জরিমানা করেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা
সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন,
গোবিন্দপুর গ্রামে কৃুষিজমি থেকে অবাদে রাতের আধারে
মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। যেকারনে রাস্তা-ঘাট ও ব্রীজ
ভেঙে যাচ্ছে, এমন অভিযোগ করেন গ্রামবাসী। গ্রামবাসীদের
এমন অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশের
সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় মাটি
ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ঠ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে
ভ্রাম্যমান আদালত বসিয়ে জমির মালিক কামিরুল কে ৫০ হাজার
টাকা ও মাটি ব্যবসায়ী শহিদুল কে ৫০ হাজার টাকা জরিমানা
করা হয়। তিনি আরো জানায়, শৈলকুপার কোথাও অবৈধভাবে মাটি
কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান
অব্যাহত থাকবে।