-
- অপরাধ, রংপুর
- রংপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় September, 26, 2022, 5:20 pm
- 160 বার পড়া হয়েছে
মানিক জেলা প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ র্যাবের-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন কাশিনাথপুর গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১/ মোঃ ইসলাম (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ও নুরজামান ২/ আসাদ (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন, উত্তর সাং-ফেরার (০৬ নং কাফ্রিখান ইউপি), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে গ্রেফতার করেছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। র্যাব আরও বলেন,তাদের সাথে জড়িত অন্যান্য ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এ ঘটনায় র্যাব-১৩, রংপুর কর্তৃক মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুयू করেন। এবং উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর