দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বেশ কয়েকবার দেশে ফেরার গুঞ্জন উঠলেও বাস্তবে রূপ পায়নি। অবশেষে দেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ সময় দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তারপর ১টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে বাইরে বের হন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
‘খুব মিস করেছিলাম দেশকে। ভালোবাসার টানে তাই ফিরে আসলাম।’ তবে খুব বেশি একটা কথা বলতে পারেননি, নিজের গাড়িতে উঠে চলে যান শাকিব।
এ সময় তাকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচেপড়া ভিড় তৈরি হয়।
কিন্তু এর মধ্যেই ঘটে যায় ঘটনা। ছোটবেলা থেকেই প্রিয় নায়ক শাকিব খানকে সরাসরি দেখার স্বপ্ন ছিল এক তরুণীর। কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে তার আশা পূরণ হয়েছে। তবে দেখার পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কেঁদেই ফেললেন সেই তরুণী।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এর আগে জানা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।