তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে ১৫ পিস ইয়াবাসহ আম্বিয়া রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। সে তানোর পৌর এলাকার জিওল মহল্লার মৃত জুলফিকার আলীর পুত্র।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই ইব্রাহীম খলিল সংগীয় ফোর্সসহ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস উয়াবাসহ তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় তানোর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, আম্বিয়া রহমান একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন থেকে এরাকায় সে ইয়াবার ব্যবসা করে আসছিলো। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, উক্ত আসামী আম্বিয়া রহমান এলাকার চিহ্নিত মাদককারবারি।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারা এবং ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় বেশ কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তিনি বলেন, মঙ্গলবার দুপুরের পরে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
সোহেল রানা, রাজশাহী