বিনোদন ডেস্ক :
শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। সম্প্রতি তিনি বহুল আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরি সদস্য পদে জয়ী হয়েছিলেন।
গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সমিতি বরাবর এক ই-মেইল বার্তায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগ সম্পর্কে রোজিনা বলেন, ‘ ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় এখন সমিতিতে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেকারনে পদত্যাগপত্র জমা দিতে সমিতি অফিসে গিয়ে কাউকে না পেয়ে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।
এবার ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে নির্বাচন করে কার্যকরি সদস্য পদে নির্বাচন করে জয়ী হন।