January 13, 2025, 10:55 pm

সংবাদ শিরোনাম

‘মেসি বার্সার সাফল্যের চাবিকাঠি’

‘মেসি বার্সার সাফল্যের চাবিকাঠি’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সফল পথচলায় লিওনেল মেসিই মূল চাবিকাঠি বলে জানিয়েছেন জেরার্দ পিকে।

সোমবার কাতালান ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত নতুন চুক্তি করা পিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

১৪ মৌসুমে বার্সেলোনার হয়ে মোট ২৯টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পিকের মতে, কাম্প নউয়ের ক্লাবটির ওই সব সাফল্যের কা-ারি মেসি।

“বার্সেলোনার সেরা প্রজন্মের চাবিকাঠি মেসি। আমরা শুধু তাকে অনুসরণ করি। যদি আমাদের এসব শিরোপা জয়ে খুব গুরুত্বপূর্ণ কেউ থাকে তাহলে সেটা মেসি।”

“আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি। কারণ শিরোপা জেতার জন্য তার একটা দল দরকার।”

লা লিগায় ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা বার্সেলোনা আগামি বৃহস্পতিবার ঘরের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর