জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদল নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনার জেরে বুধবার ৮ জানোয়ারী সন্ধ্যায় আওয়ামী সমর্থিত আলমপুর ইউপি সদস্যের বাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে পাল্টা হামলা, ভাংচুর চালিয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি আলমপুর ইউপি সদস্য ও আলীপুর গ্রামের বাসিন্দা রব্বানীর নিকট থেকে বানাইচ গ্রামের ছাত্র নেতার বাবা রেজাউল সাখিদার সিগারেট চাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
ওই সময় রেজাউল সাখিদারের ছেলে জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সৌরভ পেছন থেকে কথাকাটাকাটির বিষয়গুলো শুনতে পেয়ে ইউপি সদস্য কুতুবের সাথে তর্কে জড়িয়ে পড়ে।
কুতুবের দুই সহযোগী মতিউর রহমান মতি ও রব্বানি ঘটনাস্থলে পৌঁছিলে তাদের সাথেও সৌরভের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সৌরভকে লাঠিদিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করলে তার বাম হাত ভাঙা ফুলাসহ জখম হয়। ওই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা ক্ষেতলাল থানায় রাকিবুল ইসলাম সৌরভ অভিযোগ করলে পুলিশ আসামি রব্বানী আটক করে। পরে অভিযুক্তরা থানা থেকে অভিযোগটি প্রত্যাহার করার জন্য একাধিকবার হুমকি প্রদান করে।
পরে ওই ঘটনার জের ধরে গত বুধবার সন্ধ্যা ৭টায় বানাইচ গ্রামের জালাল সাখিদারের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম ছনি বাড়িতে এসে তার নেতৃত্বে একদল সহযোগী নিয়ে আলমপুর ইউপি সদস্য ও আলীপুর গ্রামের কুতুব এর পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি সহ বাড়িতে পাল্টা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করেছে।
জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সৌরভ বলেন, আলমপুর ইউপি সদস্য কুতুব সহ আওয়ামীলীগের কয়েকজন নামধারী সশস্ত্র ক্যাডার বাহিনী মোটরসাইকেল নিয়ে বাজারে আসার পথে গতিরোধ করে আমাকে মারধর করে হাত ভেঙ্গে দেয়। আমি থানায় অভিযোগ করলে অভিযোগটি তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে সত্যতা প্রমাণ পেলে ওই কেন্দ্রীয় ছাত্রনেতা জহুরুল ইসলাম ছনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ২৫-৩০ জন লোক রেজাউলের বাড়িতে এসে লাঠি দিয়ে বাড়ীর দরজা, জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে। এ সময় কুতুব সহ অনেকেই বলতে থাকে দুদিনের মধ্যে মামলা তুলে না নিলে তোদেরকে মেরে ফেলবো। এ সময় আমরা ওদের কর্মকাণ্ড দেখি৷
আলমপুর ইউপি সদস্য ও আলীপুর গ্রামের বাসিন্দা কুতুব বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা জহুরুল ইসলাম ছনির নেতৃত্বে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা আমার বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৬লক্ষ টাকার সম্পদ নষ্ট করেছে। এছাড়া স্থাবর, অস্থাবর জমি জমার মূল দলিল, পর্চা, ব্যাংক চেক এবং আমার পরিবার সহ ৪নং ওয়ার্ডের কিছু দুঃস্থ নাগরিকদের মূল জাতীয় পরিচয় পত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সেই সাথে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রেজাউল সাখিদার বলেন, কুতুব মেম্বারসহ তার লোকজন আমার ছেলেকে মেরে হাত ভেঙ্গে দিয়ে খ্যান্ত হয়নি। আবার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে টাকা পয়সা লুটপাট করেছে। বাড়িতে থাকা নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার ও কুতুব মেম্বার হামলার ঘটনা স্বীকার করে বলেন, কুতুব কোনও হামলা চালাইনি কুতুব সহ তিনজনের নামে মিথ্যে অভিযোগ দিয়ে থানায় মামলা করেছে। গতকাল সন্ধ্যায় তাদের বাড়িতে ছাত্রনেতা ছনির নেতৃত্বে ২৫-৩০ থেকে ৭০ জন লোক এ হামলা চালিয়েছে৷ কুতুব অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷
এ বিষয়ে অভিযুক্ত জরুরুল ইসলাম ছনির মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি৷
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন, ‘ আলমপুরে ইউপি সদস্যের বাড়িতে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্তরা অভিয়োগ করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’