January 14, 2025, 12:08 am

সংবাদ শিরোনাম

আবারো শীর্ষে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওজনিয়াকি

আবারো শীর্ষে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওজনিয়াকি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারে শুধুমাত্র প্রথমবারের মত গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্ব দেখাননি, দীর্ঘ ছয় বছর পরে পুনরায় ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও ফিরেছেন ড্যানিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্বের এক নম্বর রুমানিয়ান তারকা সিমোনা হালেপকে মেলবোর্নের ফাইনালে পরাজিত করে ২৭ বছর বয়সী ওজনিয়াকি শিরোপা জিতেন।

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করেছিলেন ওজনিয়াকি। এই জয়ে তিনি শীর্ষে উঠলেও হ্যালেপ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। এদিকে হ্যালেপের কাছে সেমিফাইনালে পরাজিত জার্মান এ্যাঞ্জেলিক কারবার নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছেন। আরেক সেমিফাইনালে পরাজিত বেলজিয়ামের এলিস মার্টেনস ২০তম স্থান থেকে ১৭তম স্থানে উঠে এসেছেন।

যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ভেনাস উইলিয়ামস প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ায় তিন ধাপ নীচে নেমে অষ্টম স্থানে রয়েছেন।

 

শীর্ষ ১০ ডব্লিউটিএ র‌্যাঙ্কিং :

১. ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৭৯৬৫ (রেটিং পয়েন্ট)

২. সিমোনা হ্যালেপ (রুমানিয়া) ৭৭১৫

৩. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৬০৮৫

৪. গারবিন মুগুরুজা (স্পেন) ৫৬৯০

৫. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৫৪৪৫

৬. হেলেনা ওস্তাপেনকো (লাটভিয়া) ৪৯০১

৭. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স) ৪৪৯৫

৮. ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৪২৭৮

৯. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৩০৩১

১০. ক্রিস্টিনা ম্লাডেনোভিচ (ফ্রান্স) ২৯৩৫

Share Button

     এ জাতীয় আরো খবর