January 14, 2025, 12:28 am

সংবাদ শিরোনাম

ফেদেরার কোহলির প্রেরণা

ফেদেরার কোহলির প্রেরণা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বর্তমান যুগে ক্রিকেটের তিন ফরম্যাটে সবচেয়ে সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তার সাফল্য থেকে প্রেরণা খোঁজেন অনেক তরুণ। কিন্তু বিরাট কোহলি কাকে দেখে প্রেরণা পান? কার পারফরম্যান্স উদ্দীপিত করে ভারত অধিনায়ককে? কাকে দেখে অনুপ্রাণিত হন তিনি? জানেন

সোমবার ভারত অধিনায়কের একটা টুইটে পরিষ্কার, এই মুহূর্তে কাকে দেখে তিনি প্রেরণা পাচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন। কোহলির সেই নায়ক আর কেউ নন, স্বয়ং টেনিস কিংবদন্তী রজার ফেদেরার।

সোমবার ভারতীয় অধিনায়ক টুইট করেন, ‘২০টা গ্র্যান্ড স্ল্যাম আর ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন খেতাব। সত্যিকারের কিংবদন্তি। প্রেরণা।’

কোহলি যে ফেদেরার ভক্ত, তা আগেও অনেক বার দেখা গিয়েছে। ফেদেরারের সঙ্গে আগে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর