January 15, 2025, 10:43 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হলিউডের ডিটেক্টিভ “মাসুদ রানা”

কাজীদা তখন কুয়াশা সিরিজ লিখছিলেন। হঠাৎ একদিন বন্ধু মাহবুব আমিন তাকে বিখ্যাত ইংরেজ লেখক ও জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের একটি বই পড়ার জন্য দেন।

বইটি পড়ার পর কাজীদার মনে ভাবান্তর শুরু হয়। তিনি ভাবতে থাকেন বাংলা ভাষাতে এই মানের থ্রিলার লিখবেন। শুরু করেন পড়াশোনা। বিদেশি প্রচুর থ্রিলার ও গোয়েন্দাভিত্তিক বই পড়ে প্রস্তুতি নিতে থাকেন।

পাঠকের বেসামাল চাপে প্রস্তুতি ও অভিজ্ঞতার অভাবে মৌলিক লেখা বন্ধ করে দিয়ে বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে সেই যে মাসুদ রানা লিখতে শুরু করেন কাজী আনোয়ার হোসেনে এখনও সেটি চলছে অবিরাম। এ পর্যন্ত প্রায় পাঁচশ’র মত বই প্রকাশ হয়ে গেছে। কিন্তু মাসুদ রানার জনপ্রিয়তা কমেনি একটুও।

মাসুদ রানা চরিত্রটি দুর্ধর্ষ এক স্পাই থ্রিলারের চরিত্র। যার সংক্ষিপ্ত নাম MR9। যিনি দেখতে যেমন সুদর্শন, বুদ্ধিও প্রখর। শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী ও দৃঢ়তায় ভরপুর।

সম্প্রতি একটি শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান মাসুদ রানাকে আবারও রূপালী পর্দায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে। নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। তার সাথে কাজ করবেন বাংলাদেশ ও হলিউডের খ্যাতনামা সব কলাকুশলীরা। বাজেট ধরা হয়েছে ৮৩ কোটি টাকা। বাংলা-ইংরেজি দুটি ভাষাতেই তৈরি হবে সিনেমাটি। দেশে বাংলায় মুক্তি দেওয়া হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে মুক্তি পাবে ছবিটির ইংরেজি সংস্করণ।

শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও মরিশাসে। অভিনয় করবেন রেসলিং দুনিয়ার দশাসই তারকা দ্য গ্রেট খালি। ছবিতে ভিলেন হিসেবে থাকবেন তিনি। খলচরিত্রে আরো থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির
খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড। এছাড়াও আছেন আয়রন ম্যান-২ খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা।

শুধু একটি সিনেমা নির্মাণ নয়, MR9 কে তারা একটি সিরিজ হিসেবে চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই তারা তিনটি বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন কাজীদার কাছ থেকে। যদি কথামতো কাজ হয়, তাহলে মাসুদ রানা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাবে, এমনটি বলাই যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর